scorecardresearch
 

INA-র ইতিহাস নিয়ে বই প্রকাশের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের

ভারত সরকারের কাছে এখনও নেতাজি (Netaji Subhas Chandra Bose) সংক্রান্ত শ্রেণিবদ্ধ অনেক ফাইল রয়েছে, যা প্রকাশ করা হয়নি। সেই সমস্ত ফাইল প্রকাশের বিষয়ে প্রধামন্ত্রীকে (Prime Minister) চিঠি লিখল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের তরফে সাংসদ সুখেন্দুশেখর রায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সেই সব ফাইল প্রকাশ করার দাবি জানিয়েছেন। A History of Indian National Army 1942-45 -এর অসাম্পাদিত এবং পূর্ণাঙ্গ খসরা প্রকাশ করার দাবি জানানো হয়েছে চিঠিতে। ইতিহাসবিদ প্রফুল্ল চন্দ্র গুপ্তর তত্ত্বাবধানে ১৯৪৯ - ৫০ সালে এটি সংকলিত হয়েছিল। 

Advertisement
নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু
হাইলাইটস
  • নেতাজির গোপন ফাইল প্রকাশের দাবি
  • আইএনএ-র ইতিহাস নিয়ে বই প্রকাশের দাবি
  • দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের

ভারত সরকারের কাছে এখনও নেতাজি (Netaji Subhas Chandra Bose) সংক্রান্ত শ্রেণিবদ্ধ অনেক ফাইল রয়েছে, যা প্রকাশ করা হয়নি। সেই সমস্ত ফাইল প্রকাশের বিষয়ে প্রধামন্ত্রীকে (Prime Minister) চিঠি লিখল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের তরফে সাংসদ সুখেন্দুশেখর রায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সেই সব ফাইল প্রকাশ করার দাবি জানিয়েছেন। A History of Indian National Army 1942-45 -এর অসাম্পাদিত এবং পূর্ণাঙ্গ খসরা প্রকাশ করার দাবি জানানো হয়েছে চিঠিতে। ইতিহাসবিদ প্রফুল্ল চন্দ্র গুপ্তর তত্ত্বাবধানে ১৯৪৯ - ৫০ সালে এটি সংকলিত হয়েছিল। 

সুখেন্দুশেখরের প্রশ্ন, INA-র ইতিহাস নিয়ে কেন মোদী সরকার কোনও বই প্রকাশ করছে না? তৃণমূলের দাবি বইটি জনগণের সামনে প্রকাশ করা হোক। তৃণমূলের দাবি এর আগেই ভারত সরকার জানিয়েছিল, বইটির ১৮৬ থেকে ১৯২ পাতা বিতর্কিত হয়ে উঠতে পারে, কারণ তাতে বলা হয়েছিল বিমান দুর্ঘটনা থেকে হয়ত বেঁচে গিয়েছিলেন নেতাজি। এক্ষেত্রে তৃণমূলের অভিযোগ, মোদী সরকারও নেতাজির তথ্য গোপন রাখতে পূর্বতন কংগ্রেস সরকারের মতোই আচরণ করছে। 

প্রসঙ্গত,বছর কয়েক আগে নেতাজি সংক্রান্ত বেশকিছু ফাইল প্রকাশ্যে এনেছে সরকার। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানাচ্ছে, কেন্দ্রে তাঁদের সরকার আসার পর নেতাজি সংক্রান্ত প্রচুর গোপন ফাইল প্রকাশ্য এসেছে, আগামিদিনে আরও আসবে। আর কদিন পরেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে কমিটি গঠন করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। সাম্প্রতিক কালে বারেবারেই রাজনীতির অলিন্দেও ঘুরে ফিরে এসেছে নেতাজির নাম। এমনকি নেতাজির জন্মদিনে রাজ্যেও আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাকে ঘিরে ইতিমধ্যেই বেশ সরগরম রাজ্য রাজনীতি। সেক্ষেত্রে এখন দেখার নেতাজির ফাইলকে ঘিরে কেন্দ্র - রাজ্য তরজা কোন দিকে মোড় নেয়। 

 

 

Advertisement

Advertisement