জেলায় পেট্রোলের দাম সেঞ্চুরি করেছিল আগেই। এবার কলকাতাতেও ১০০ টাকা পেরিয়ে গেল লিটার প্রতি পেট্রোলের দাম। আজ বুধবার শহর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০০.২৩ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯২.৫০ টাকা। শুধু কলকাতাই নয় গতকালের চেয়ে এদিন জ্বালানির দাম আরও একবার বেড়েছে দেশের অন্যান্য বেশকিছু গুরুত্বপূর্ণ শহরেও।
বুধবার দেশের প্রধান ৪ শহর সহ অন্যান্য জায়গায় পেট্রোল-ডিজেলের লিটার প্রতি মূল্যের দিকে যদি নজর রাখা যায় তবে দেখা যাবে,
শহর পেট্রোল ডিজেল
কলকাতা ১০০.২৩ ৯২.৫০
দিল্লি ১০০.২১ ৮৯.৫৩
মুম্বই ১০৬.২৫ ৯৭.০৭
চেন্নাই ১০১.০৬ ৯৪.০৬
ভোপাল ১০৮.৫২ ৯৮.৩০
রাঁচি ৯৫.৪৩ ৯৪.৪৮
বেঙ্গালুরু ১০৩.৫৬ ৯৪.৮৯
পটনা ১০২.৪০ ৯৪.৯৯
চণ্ডীগড় ৯৬.৩৭ ৮৯.১৬
লখনউ ৯৭.৩৩ ৮৯.৯২
মঙ্গলবার দেশের প্রধান ৪ শহরে জ্বালানির দাম ছিল
শহর পেট্রোল ডিজেল
দিল্লি ৯৯.৮৬ ৮৯.৩৬
মুম্বই ১০৫.৯২ ৯৬.৯১
চেন্নাই ১০০.৭৫ ৯৩.৯১
কলকাতা ৯৯.৮৪ ৯২.২৭
প্রসঙ্গত প্রায় প্রতিদিনই পরিবর্তিত হয় পেট্রোল-ডিজেলের দাম। এক্ষেত্রে নিজের শহর পেট্রোল-জিডেলের দাম জানা যাবে শুধুমাত্র একটি এসএমএস-এর মাধ্যমেই। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP কোড লিখে 9224992249 নম্বরে এসএমএস করলেই জানতে পারবেন জ্বালানির দাম। নিজের শহরের RSP কোড জানতে ক্লিক করুন এখানে।