scorecardresearch
 

Unlock 7- কঠোর হল কন্টেনমেন্ট বিধি, দেখে নিন কেন্দ্রের নতুন গাইডলাইন

বর্তমানে দেশে দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। দৈনিক গ্রাফ ৫০ হাজারের নীচে নেমেছে। তবে সামনেই শীতের মরশুম। এই আবহে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই আগাম সতর্কতা হিসাবে আনলক-৭ পর্বে ও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কঠোর ভাবে কন্টেনমেন্ট সংক্রান্ত বিধি কার্যকরের নির্দেশ দিয়েছে কেন্দ্র। কোভিড-১৯ সতর্কতা মেনে সামাজিক ক্রিয়াকলাপ ও জমায়েত নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে নয়া নির্দেশিকায়। এক্ষেত্রে পূর্বে জারি করা আদর্শ কার্যবিধির কোনও বদল করছে না স্বরাষ্ট্রমন্ত্রক।

Advertisement
Unlock 7.0 Unlock 7.0
হাইলাইটস
  • ১ ডিসেম্বর থেকে দেশে আনলক-৭ পর্ব শুরু হচ্ছে
  • তার আগে নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক
  • কঠোর ভাবে কন্টেনমেন্ট সংক্রান্ত বিধি কার্যকরের নির্দেশ কেন্দ্রের

লকডাউন পর্ব পেরিয়ে গত জুন থেকে দেশে শুরু হয়েছে আনলক পর্ব। প্রতি আনলক পর্বেই কেন্দ্রীয় সরকার স্বাভাবিক জীবনে ফিরতে বিধিনিষেধ শিথিল করছে। সেই পথ ধরে হেঁটেই একে একে খুলেছে সিনেমা হল, শপিং মল, ধর্মীয়স্থান। এবার পয়লা ডিসেম্বর থেকে আনলক-৭ পর্ব শুরু হতে চলেছে গোটা দেশে। তার আগে বুধবার নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বর্তমানে দেশে দৈনিক করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। দৈনিক গ্রাফ ৫০ হাজারের নীচে নেমেছে। তবে সামনেই শীতের মরশুম। এই আবহে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই আগাম সতর্কতা হিসাবে   আনলক-৭ পর্বে ও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কঠোর ভাবে কন্টেনমেন্ট সংক্রান্ত বিধি কার্যকরের নির্দেশ দিয়েছে কেন্দ্র। কোভিড-১৯ সতর্কতা মেনে সামাজিক ক্রিয়াকলাপ ও জমায়েত নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে নয়া নির্দেশিকায়। এক্ষেত্রে পূর্বে জারি করা আদর্শ কার্যবিধির কোনও বদল করছে না স্বরাষ্ট্রমন্ত্রক। 

হোমওয়ার্ক করছেন দিলীপ-মুকুল, ডিসেম্বরেই রাজ্যে মোদী ?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকায় কন্টেনমেন্ট জোনে কেবলমাত্র অত্যাবশ্যক কাজে অনুমতি দেওয়া হয়েছে । বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনে যাতে যাবতীয় নিষেধাজ্ঞা অবলম্বন করা হয়, তা নিশ্চিত করবে পুলিশ ও  প্রশাসন। রাজ্য প্রশাসনের দায়িত্ব হবে ওই আধিকারিকদের ওপর নজর রাখা। 

জয়গাঁর পর এবার মুর্শিদাবাদ, ফের হামলা দিলীপের গাড়িতে

আনলক-৪ পর্বে  স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলির হাত থেকে লকডাউন ঘোষণার ক্ষমতা কেড়ে নিয়েছিল। যা নিয়ে দেশজুড়ে  বিতর্ক তৈরি হয়। তবে আনলক-৭ পর্বে  রাজ্যগুলিকে রাত্রিকালীন কার্ফু জারি-সহ বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। একেবারে তৃণমূল স্তরে কন্টেনমেন্ট জোনগুলির চিহ্নিতকরণ ও সেখানে যথাযথ নিয়ন্ত্রণ কার্যকর করতে হবে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলকে। তবে লকডাউন ঘোষণার ক্ষেত্রে আগের মতোই কেন্দ্রের সঙ্গে বাধ্যতামূলক আলোচনার শর্ত অপরিবর্তিত রয়েছে।

Advertisement

কন্টেনমেন্ট জোনে কেবলমাত্র প্রয়োজনীয় কাজেই অনুমতি দেওয়া হবে। শুধুমাত্র, মেডিক্যাল বা জরুরি ক্ষেত্রে কোনও ব্যক্তিকে এই জোনের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তবে কন্টেনমেন্ট জোনের বাইরে কয়েকটি বাদে সব ধরনের কাজে অনুমতি দিয়েছে কেন্দ্র। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী -
আন্তর্জাতিক বিমান যাত্রায় অনুমতি
সিনেমা হল ও থিয়েটারে ৫০ শতাংশ দর্শকাসনে অনুমতি
সুইমিং পুলে কেবলমাত্র ক্রীড়াবিদদের প্রশিক্ষণ
প্রদর্শনী হল কেবলমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে অনুমতি
হলের ভেতর জমায়েতে সর্বাধিক  ৫০ শতাংশ পর্যন্ত মানুষকে অনুমতি 
তবে  সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সর্বাধিক ২০০ জনের বেশি  অনুমতি নয়
এবার আন্তঃরাজ্য ও আন্তঃজেলা যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা রাখা হয়নি 

এদিকে বর্তমানে দেশে চলছে আনলক-৬ পর্ব। তবে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা এই পর্বে নতুন নির্দেশিকা জারি করেনি কেন্দ্র। আনলক-৫-এর বিধিগুলিই বহাল রাখা হয়েছিল। তবে বর্তমানে কয়েকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে সংক্রমণের হার বাড়ার কারণে আনলক-৭ পর্বে এই নয়া গাইডলাইন নিয়ে এল স্বরাষ্ট্রমন্ত্রক।

 

Advertisement