সপ্তাহ দুয়েক আগেই উত্তরবঙ্গে দলীয় অনুষ্ঠানে যাওয়ার সময় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। ফের একবার হামলা হল দিলীপ ঘোষের কনভয়ের ওপর। মুর্শিদাবাদে আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতির কনভয়। জানা যাচ্ছে দিলীপের কনভেয়র সঙ্গে পুলিশের গাড়িও সঙ্গে ছিল। তা মাঝেই বিজেপি রাজ্য সভাপতির কনভয় লক্ষ্য করে পাথর উড়ে আসে। হামলার হাত থেকে রেহাই পায়নি তাঁর গাড়ি।
জানা যাচ্ছে বহরমপুরের কাছে দিলীপ ঘোষের কনভয়ের উপরে এই হামলার ঘটনা ঘটে। সপ্তাহ দুয়েক আগে দলীয় কাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন দিলীপ। কোচবিহার থেকে আলিপুরদুয়ারের জয়গাঁর খোকলা বস্তিতে একটি দলীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। সেই সময় দিলীপের কনভয়ের মোট ৩টি গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। স্বভাবতই এই ঘটনায় গেরুয়া শিবির অভিযোগের তির তৃণমূলের দিকেই তোলে।
তবে এর আগেও বেশ কয়েকবার দিলীপ ঘোষের গাড়িতে হামলা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির দাবি ২০১৮-র ডিসেম্বরেও তাঁর গাড়িতে হামলা হয়েছিল। সেই সময় দিলীপ ঘোষের অভিযোগ ছিল, হামলার সময় পুলিশ ঠুঁটো জগন্নাথ ছিল।তার আগে ওই বছরের আগস্টে বাঁকুড়ার খাতড়াতেও তাঁর গাড়িও ওপরে হামলা হয়েছিল। তৃণমূলের মদতেই এই হামলা হয়েছিল বলে অভিযোগ করেছিল বিজেপি। হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও যথাযথ নিরাপত্তা না থাকার অভিযোগ করেছিল বিজেপি। ২০১৮-র সেপ্টেম্বরে কাঁথিতে দিলীপ ঘোষের কনভয়ে হামলা হয়েছিল। অন্যদিকে চলতি বছরের অক্টোবরেও জামালপুরে যাওয়ার পথে দিলীপ ঘোষের কনভয় লক্ষ করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীরা দিলীপ ঘোষকে কালো পতাকাও দেখায়।
হোমওয়ার্ক করছেন দিলীপ-মুকুল, ডিসেম্বরেই রাজ্যে মোদী ?
এদিকে এদিন দুপুরে সিউড়িতে দিলীপ ঘোষের সভা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। অভিযোগ বিজেপি কর্মীদের সভায় যেতে বাধা দিয়ে গুলিচালনো হয়। বীরভূমের শিমুলিয়ার কাছে গুলিবিদ্ধ হন দুই বিজেপি কর্মী। এই ঘটনায় স্বভাবতই অভিযোগের তির শাসকদলের দিকে। এ নিয়ে এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিকে এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেন বিজেপি রাজ্য সবাপতি। বাংলার সাম্প্রতিক পরিস্থিতিকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, ২০২১-এ রাজ্যে পরিবর্তন না এলে পরিস্থিতি আরও জটিল হবে। রাজ্যবাসীকে আরও দুর্ভোগ পোহাতে হবে, সন্ত্রাস তীব্র ভাবে বাড়বে।