scorecardresearch
 

রাষ্ট্রবাদের অর্থ শুধুই 'জয় হিন্দ' বলা বা 'জন গণ মন' গাওয়া নয়: বেঙ্কাইয়া নাইডু

রাষ্ট্রবাদের অর্থ শুধুই 'জয় হিন্দ' বলা বা 'জন গণ মন' গাওয়া হয়। বরং জয় হিন্দের অর্থ সমস্ত ভারতবাসীর জয়, আর এটা তখনই সম্ভব, যখন সবার খেয়াল রাখা সম্ভব হবে। সবার খাদ্য থাকবে, বস্ত্র থাকবে এবং কাউকেই ভেদাভেদের সম্মুখীন হতে হবে না। শনিবার (Saturday) নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে হায়দরাবাদে (Hyderabad) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu)। 

Advertisement
বেঙ্কাইয়া নাইডু বেঙ্কাইয়া নাইডু
হাইলাইটস
  • জয় হিন্দের অর্থ সমস্ত ভারতীয়র জয়
  • সবার জন্য খাদ্য, বস্ত্র
  • বললেন বেঙ্কাইয়া নাইডু

রাষ্ট্রবাদের অর্থ শুধুই 'জয় হিন্দ' বলা বা 'জন গণ মন' গাওয়া হয়। বরং জয় হিন্দের অর্থ সমস্ত ভারতবাসীর জয়, আর এটা তখনই সম্ভব, যখন সবার খেয়াল রাখা সম্ভব হবে। সবার খাদ্য থাকবে, বস্ত্র থাকবে এবং কাউকেই ভেদাভেদের সম্মুখীন হতে হবে না। শনিবার (Saturday) নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে হায়দরাবাদে (Hyderabad) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu)। 

বেঙ্কাইয়া বলেন, নেজাজির কাছে স্বাধীনতার অর্থ শুধুই রাজনৈতিক বন্ধন থেকে মুক্তি ছিল না, তাঁর কাছে স্বাধীনতা মানে ছিল সম্পত্তিতে সকলের সমান অধিকার। যেখানে জাতিগত ভেদাভেদ ও সামাজিক বিধিনিষেধ থাকবে না। সাম্প্রয়াদিক ও ধর্মীয় অসহিষ্ণুতা থাকবে না। একে অপরের ধর্মকে সম্মান জানিয়ে নিজের ধর্ম পালন করবেন। 

নাইডু আরও বলেন, রাষ্ট্রের অর্থ ভৌগলিক সীমান নয়, রাষ্ট্রে বসবাসকারী প্রত্যকের উন্নয়নই রাষ্ট্রবাদ। আমাদের সভ্যতা সুন্দর, যেখানে একে অপরের খেয়াল রাখার পরম্পরা রয়েছে। আমাদের পূর্ব পুরুষরা 'গোটা বিশ্ব একটাই পরিবার', এই শিক্ষাই দিয়েছেন বলেও জানান বেঙ্কাইয়া। 

উপরাষ্ট্রপতি পরে ট্যুইটে বলেন, কোনও মানুষ কোনও আদর্শের জন্য মারাও যেতে পারেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর তাঁর আদর্শ হাজার হাজার মানুষের মধ্যে বেঁচে থাকে। একইসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাও জানান তিনি। 

 

Advertisement