scorecardresearch
 

Venkaiah Naidu : নাইডুই কি রাষ্ট্রপতি পদপ্রার্থী? জল্পনা উস্কে দিল শাহ-নাড্ডার বৈঠক

দেশের বর্তমান উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পারে বিজেপি। এই জল্পনা শুরু হয়েছিল। আর সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন অমিত শাহ, জেপি নাড্ডারা।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • দেশের বর্তমান উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পারে বিজেপি
  • এই জল্পনা শুরু হয়েছিল
  • আর সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন অমিত শাহ, জেপি নাড্ডারা

দেশের বর্তমান উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পারে বিজেপি। এই জল্পনা শুরু হয়েছিল। আর সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন অমিত শাহ, জেপি নাড্ডারা। 

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়ে নাইডুর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রসঙ্গত, এদিন রাষ্ট্রপতি নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়ছে শাহদের। তার আগে নাইডুর সঙ্গে সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন : এই সময় খান ডিম-দই-লঙ্কা, দ্রুত কমে যাবে ওজন

আবার সূত্রের খবর, নায়ডুকে আগামী কয়েকদিন সমস্ত কর্মসূচি বাতিল করে দিল্লিতে থাকতে বলা হয়েছে। এও খবর, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি আরও নাকি BJP-র প্রার্থীকেই সমর্থন করবে। 

প্রসঙ্গত, রাজনাথ সিং এবং নাড্ডাকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিরোধী সব দলের সঙ্গে আলাপ আলোচনা চালানোর অনুমতি দিয়েছে BJP। তাই তাঁদের দুজনের নাইডুর সঙ্গে কথা বলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

উল্লেখ্য প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের নেতৃত্বে ১৪ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর ওই কমিটি রাজ্যে রাজ্যে প্রচার শুরু করে দেবে। 

Advertisement