scorecardresearch
 

ইন্ডিয়া টুডে-র সাংবাদিককে দলের নিহত কর্মী বলে চালিয়ে দিল বিজেপি! তুমুল বিতর্ক

বুধবার রাজ্য বিজেপির একটা ভিডিয়ো পোষ্ট করেছিল। যেখানে বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনার বিভিন্ন ছবি, ক্লিপ রয়েছে বলে দাবি করা হয়েছে। দেখা যাচ্ছে, সেখানে ইন্ডিয়া টুডে-র সাংবাদিক অভ্র ব্যানার্জির ছবি ব্যবহার করেছে।

Advertisement
বিজেপি-র শেয়ার করা ভিডিয়োর স্ক্রিনশট বিজেপি-র শেয়ার করা ভিডিয়োর স্ক্রিনশট
হাইলাইটস
  • ইন্ডিয়া টুডে-র সাংবাদিককে নিজেদের দলের নিহত কর্মী বলে চালিয়ে দিল বিজেপি
  • এই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে
  • যদিও বাংলা বিজেপি পরে ওই পোস্ট সরিয়ে দেয়

ইন্ডিয়া টুডে-র সাংবাদিককে নিজেদের দলের নিহত কর্মী বলে চালিয়ে দিল বিজেপি! এই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। যদিও বাংলা বিজেপি পরে ওই পোস্ট সরিয়ে দেয়। 

বুধবার রাজ্য বিজেপির একটা ভিডিয়ো পোষ্ট করেছিল। যেখানে বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনার বিভিন্ন ছবি, ক্লিপ রয়েছে বলে দাবি করা হয়েছে। দেখা যাচ্ছে, সেখানে ইন্ডিয়া টুডে-র সাংবাদিক অভ্র ব্যানার্জির ছবি ব্যবহার করেছে। এবং তাঁকে 'মানিক মৈত্র' বলে পরিচয় দেওয়া হয়েছে, যিনি শীতলকুচিতে নিহত হয়েছেন বলে দাবি।

এর আগে বিজেপির ৯ জন নিহতের নাম ঘোষণা করেছিল। এবং দাবি করেছিল, বাংলায়  তাঁরা ভোট পরবর্তী হিংসায় মারা গিয়েছেন। সেখানে মোমিক মৈত্র এবং মিন্টু বর্মনের নাম ছিল। কোচবিহারের শীতলকুচিতে মারা গিয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে 'মানিক মৈত্র' নামে কেউ ছিলেন না। 

তবে বিজেপির বাংলা নেতারা সেই ভিডিয়োটি ইতিমধ্যে সরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে সেই ভিডিও দেখে ফেলেছেন অজস্র মানুষ। এবং তাঁদের অনেকে সেটি শেয়ারও করেছেন। 

বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে বিজেপি ৫ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছিল। ইতিমধ্যে টুইটারে সেই ভিডিওটি ১২ হাজারের বেশি মানুষ দেখেছেন।

ঘটনার কথা জানতে পেরে চমকে চমকে গিয়েছেন অভ্র ব্যানার্জি। এদিন তিনি বলেন, আজ সকালে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছিলাম। ফোনে দেখি একশোর বেশি মিসড কল। কী হয়েছে তা জানার আগেই আমার বন্ধু অরবিন্দ আমাকে জানান বিজেপির আইটি সেল শীতলকুচিতে নিহত মানিক মৈত্র নামে কোনও ব্যক্তির জায়গায় আমার ছবি ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, আমি ঘটনার কথা জেনে চমকে গিয়েছি। আমি ওই ঘটনাস্থল থেকে ১,৪০০ কিলোমিটার দূরে রয়েছি। এই ধরনের ভুল তথ্য অনেক সমস্যা তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে তিনি টুইট করেছেন।

Advertisement

বিজেপির ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, তারা কিছু ছবি এবং ক্লিপ দিয়েছে। তাদের কর্মীদের মারধর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে মানিক মৈত্রর নামে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তবে অভ্র ব্যানার্জির পেজ থেকে নেওয়া হয়েছে। তবে তিনি এখন রয়েছেন দিল্লিতে এবং IndiaToday.in ওয়েবসাইটের সঙ্গে যুক্ত।

বিধানসভার ফল ঘোষণার পর রাজ্যে বেশকিছু হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। শাসক এবং বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করেছিলেন এবং উদ্বেগ প্রকাশ করেন।

 

Advertisement