scorecardresearch
 
Advertisement

Explosion At Jammu: জম্মুতে প্রধানমন্ত্রীর সফরের আগেই বিস্ফোরণ, তদন্তে পুলিশ

Explosion At Jammu: জম্মুতে প্রধানমন্ত্রীর সফরের আগেই বিস্ফোরণ, তদন্তে পুলিশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু ও কাশ্মীর সফরের আগেই জম্মুতে বিস্ফোরণ। বিস্ফোরণটি ঘটেছে বিকেলে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। আজ ভোর ৪ টা ৩০ মিনিট নাগাদ জম্মুর বিষ্ণৌইয়ের লালিয়ানা গ্রামে একটি চাষের ক্ষেতে বিস্ফোরণটি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য আজ ২০ হাজার কোটি টাকার একটি প্রকল্প চালু করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূচনা করবেন অমৃত সরোবর প্রকল্পেরও। একইসঙ্গে ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বানিহাল কাজিগন্ড রোড টানেলেরও উদ্বোধন করবেন মোদী। এছাড়া ৫০০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন এবং চেনাব নদীর ওপরে ৫,৩০০ কোটি টাকা ব্যয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন বলে খবর।

Explosion Reported in Laliana village in Jammu ahead of PM Modi Visit

Advertisement