scorecardresearch
 
Advertisement

VIDEO: উত্তরাখণ্ডে আটকে পরিবার, তাদের ফেরার প্রহর গুনছেন বাসুদেববাবু

VIDEO: উত্তরাখণ্ডে আটকে পরিবার, তাদের ফেরার প্রহর গুনছেন বাসুদেববাবু

নৈনিতাল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় চুঁচুড়ার উত্তর গোরস্থান উত্তরায়নের বাসিন্দা দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়, তাঁর মা অসীমা বন্দ্যোপাধ্যায়, স্বামী সুমন চক্রবর্তী এবং শাশুড়ি টুলটুল চক্রবর্তী-সহ আরও তিনজন। দুর্গাপূজার দশমীর দিন রওনা দিয়েছিলেন তাঁরা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৌশানি যাওয়ার পথেই আটকে পড়েন তাঁরা। মাঝরাস্তায় বিপর্যয়ের কারণে দীপান্বিতা, তাঁর বাবা বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখতে ব্যর্থ হয়। বাসুদেববাবু দীপান্বিতার সঙ্গে যোগাযোগ করর চেষ্টা করলেও কোনওমতেই যোগাযোগ করতে পারছিলেন না। এরপরেই বাসুদেববাবুর দুশ্চিন্তায় প্রহর কাটানো শুরু হয়। যদিও আজ সকালে মেয়ের সঙ্গে যোগাযোগ হাওয়ায় কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছেন বাসুদেববাবু। বাসুদেববাবুকে মেয়ে জানান প্রাকৃতিক বিপর্যয় কিছুটা কমেছে। তবে ১৫ কিমি উঁচু পাহাড় থেকে পায়ে হেঁটে নীচে নামতে হবে। কারণ পাহাড়ি সেই রাস্তার বিভিন্ন অংশে ধস নেমে সরু হয়ে গেছে। সেই সংকীর্ণ রাস্তা দিয়ে গাড়ির বদলে পায়ে হেঁটে নামাই অনেকটা ঝুঁকিহীন। আপাতত পরিবারের ঘরে ফিরে আসার দিকেই তাঁকিয়ে রয়েছেন বাসুদেববাবু।

Four tourists from Chinsurah Hooghly are stranded in Uttarakhand

Advertisement