scorecardresearch
 
Advertisement

Heat Wave: খাঁচার মধ্যে কুলার-রয়েছে ফোয়ারা, তাপপ্রবাহ থেকে বাঁচাতে চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা

Heat Wave: খাঁচার মধ্যে কুলার-রয়েছে ফোয়ারা, তাপপ্রবাহ থেকে বাঁচাতে চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা

প্রবল তাপপ্রবাহ চলছে সারা দেশজুড়ে। নাজেহাল হচ্ছে মানুষ। অসুস্থ হয়ে যাচ্ছেন অনেকে। শুধু মানুষ নয় অসুস্থ হচ্ছে পশু-পাখিরাও। ইন্দোরের কমলা নেহেরু প্রাণী সংগ্রহালয়ে বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। খাঁচার ভিতর রয়েছে কুলার, রয়েছে ফোয়ারা এবং ঘেরে ভিতরে স্প্রিংকলারও রয়েছে। তবে সরীসৃপদের জন্যও বিশেষ যত্ন দেওয়া হচ্ছে। সব প্রাণীর মঙ্গল নিশ্চিত করার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের জন্য উপযোগী পরিবেশে রাখার চেষ্টা করছে। পশুদের ঠাণ্ডা রাখার জন্য তাদের নিয়মিত খাবারের পাশাপাশি ভিটামিন-সমৃদ্ধ খাবার ও তরলও খাওয়ানো হচ্ছে।

TAGS:
Advertisement