scorecardresearch
 
Advertisement

BrahMos Missile System: ভারতের হাতে আরও ভয়ঙ্কর ক্ষেপনাস্ত্র! চিন্তায় চিন-পাকের ঘুম উড়ল

BrahMos Missile System: ভারতের হাতে আরও ভয়ঙ্কর ক্ষেপনাস্ত্র! চিন্তায় চিন-পাকের ঘুম উড়ল

ইন্ডিয়ান এয়ার ফোর্স লং-রেঞ্জ সুপারসনিক এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র 'র‍্যাম্পেজ' বায়ুসেনায় অন্তর্ভুক্ত করল। এই মিসাইল প্রায় 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে । IAF মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারতেই এই র‌্যাম্পেজ ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে তৈরি করার পরিকল্পনাও করছে। এই 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সুপারসনিক এয়ার-টু-গ্রাউন্ড র‌্যাম্পেজের সংযোজনের ফলে ভারতীয় বায়ুসেনা তার যুদ্ধবিমান বহরকে শক্তিশালী কলর।

BrahMos Missile System

Advertisement