scorecardresearch
 
Advertisement

ভারতের ১ নম্বর নিউজ ব্র্যান্ড আজতক এবার বাংলায়

ভারতের ১ নম্বর নিউজ ব্র্যান্ড আজতক এবার বাংলায়

হিন্দির ১ নম্বর নিউজ চ্যানেল আজতক তাদের ওয়েব বিভাগের নবতম সংযোজন বাংলা পোর্টালের সূচনার কথা ঘোষণা করল। এটি বর্তমানে থাকা Aajtak.in-এর একটি শাখা aajtak.in/bangla। আজ তক বাংলা এমন সময় আত্মপ্রকাশ করল যখন, বাংলা সেজে উঠছে গণতন্ত্রের সবথেকে বড় উত্সবের জন্য। ২০২১ বিধানসভা নির্বাচন। ঠিক সেই সময় আমরা পাঠকদের কাছে নিজেদের মেলে ধরতে চলেছি শুধু বাংলায় নয়, গোটা উত্তর ভারতেই আমরাই আমাদের উদাহরণ হয়ে দেখা দিতে চলেছি। শ্রীমতী কলি পুরী, ভাইস চেয়ারপার্সন, ইন্ডিয়া টুডে গ্রুপের কথায়," আমরা খুবই উদ্দীপিত যে আমাদের আজ তক ডিজিটালের প্রথম আঞ্চলিক সংস্করণ বাংলায় আসছে। বিগত ১৮ বছরে আজ তক শুধুমাত্র চ্যানেল হিসেবেই নয়, পাঠকদের কাছে ডিজিটাল প্ল্যাটফর্মেও একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। আমাদের কাছে পাঠকরাই একমাত্র গুরুত্বপূর্ণ। তাই দিনের পর দিন পাঠকদের জন্য আমরা নির্ভিক ও তথ্য নির্ভর খবর তুলে দিতে পেরেছি। এই নবতম সংস্করণের মাধ্যমে আমরা এবার কার্যত সমস্ত রকমের ভাষাভিত্তিক বাধা কাটিতে উঠতে চলেছি। আর ডিজিটাল মাধ্যমে পাঠকদের আরও কাছাকাছি পৌঁছতে চলেছি।"

Advertisement