scorecardresearch
 
Advertisement

Rear Seat Belt Mandatory: এবার গাড়ির পিছনের সিটেও সিটবেল্ট মাস্ট, আইন আনছে কেন্দ্র

Rear Seat Belt Mandatory: এবার গাড়ির পিছনের সিটেও সিটবেল্ট মাস্ট, আইন আনছে কেন্দ্র

গাড়ির সিট বেল্ট সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। এখন গাড়ির পেছনের সিটে বসলেও সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্র সরকার। ক্রমবর্ধমান পথ-দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। এর আগে বা এখনও পর্যন্ত শুধুমাত্র গাড়ির সামনের সিটে বসলেই সিট বেল্ট বাঁধতে হতো তবে কেন্দ্রের এই প্রস্তাব পাস হওয়ার পর গাড়িতে বসা সকলকেই সিট বেল্ট বাঁধতে হবে।

Now rear seat belt alarms are mandatory

Advertisement