scorecardresearch
 
Advertisement

Odisha Floods: প্রবল বৃষ্টিতে ভাসছে ওড়িশা, ১০ টি জেলার ২ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

Odisha Floods: প্রবল বৃষ্টিতে ভাসছে ওড়িশা, ১০ টি জেলার ২ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

প্রবল বৃষ্টিতে ভাসছে ওড়িশা। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে ওড়িশায়। মুষলধারে বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ওড়িশার ভদ্রক জেলায় বৈতরণী নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। মহানদীর জলেও ভেসেছে বহু এলাকা। হীরাকুন্ড বাঁধের জল ছাড়তে হয়েছে। ওড়িশার ১০ টি জেলার ২ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্বলপুর, সুবর্ণপুর, কটক, খুড়দা, জগতসিংপুর, কেন্দ্রাপরা, পুরী এই জেলাগুলি প্লাবিত হয়ে আছে। বুধবার আবহাওয়া দফতর থেকে উত্তর উপকূলীয় ১০টি জেলায় ১৭ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আইএমডি এই জেলাগুলির জন্য একটি হলুদ সতর্কতাও জারি করেছে।

Odisha is flooded with heavy rains and people's lives are disrupted

Advertisement