scorecardresearch
 
Advertisement

Order Online Food by Whatsapp: ট্রেনের খাবার অপছন্দ? হোয়াটসঅ্যাপ করলে বার্গার-নুডলস ট্রেনেই চলে আসবে!

Order Online Food by Whatsapp: ট্রেনের খাবার অপছন্দ? হোয়াটসঅ্যাপ করলে বার্গার-নুডলস ট্রেনেই চলে আসবে!

অফিসের কাজে বা কখনো কেবলমাত্র ঘুরতে যাওয়ার কারণে ট্রেনে সফর আমাদের অনেককেই করতে হয়। দু-তিনদিনের ট্রেনে যাত্রা যেরকম অনেকে যেমন উপভোগ করেন সেরকম কেউ কেউ আবার ট্রেনে যাত্রার সময় খাবার নিয়ে বেশ চিন্তিত থাকেন। কিন্তু এখন থেকে আর সেই জন্য মাথা ঘামাতে হবে না যাত্রীদের। তার জন্য উপায় এসে গিয়েছে। এবার থেকে ট্রেনে বসে এক অর্ডারেই করলেই চলে আসবে পিৎজা, বাটার চিকেন থেকে শুরু করে আপনার পছন্দের মেনু। কিভাবে করবেন, জানাবো আপনাদের।

Order Online Food by Whatsapp

Advertisement