scorecardresearch
 
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরীক্ষা পে চর্চায় খরচ 28 কোটি |Over Rs 28 cr spent on 5 editions of PM's Pariksha Pe Charcha

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরীক্ষা পে চর্চায় খরচ 28 কোটি |Over Rs 28 cr spent on 5 editions of PM's Pariksha Pe Charcha

স্কুলের বাৎসরিক পরীক্ষার আগে পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের মনোবল বাড়াতে কথা বলেন প্রধানমন্চত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের শিক্ষামন্ত্রক আয়োজিত এই কর্মসূচির নাম ‘পরীক্ষা পে চর্চা’। এ পর্যন্ত এই কর্মসূচির জন্য কেন্দ্রে খরচ হয়েছে মোট আঠাশ কোটি টাকা। ২০১৮ থেকে এ পর্যন্ত পাঁচবার অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি। কেন্দ্রের (government) শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন, এই খাতে সরকারের এ পর্যন্ত ২৮ কোটি টাকা খরচ হয়েছে। এরমধ্যে অবশ্য এবারের খরচ ধরা নেই। প্রসঙ্গত, প্রথম দু’ বছর এই কর্মসূচি দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েদের সেখানে নিয়ে যাওয়া হত। করোনার সময়ে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি। প্রথম বছর খরচ হয়েছিল তিন কোটি ৬৭ লাখ টাকা। ২০১৯, ২০২০ এবং ২০২১-এ খরচ হয়েছে যথাক্রমে চার কোটি ৯৩ লাখ, পাঁচ কোটি ৬৯ লাখ এবং ছয় কোটি টাকা। গত বছর খরচ হয়েছে আট কোটি ৬১ লাখ টাকা। কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, এ বছর প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল ৩৮ লাখ ছেলেমেয়ে। যা গতবারের তুলনায় ১৫ লাখ বেশি। এ থেকেই বোঝা যায়, অনুষ্ঠানটি কতটা জনপ্রিয়তা অর্জন করেছে।

Over Rs 28 cr spent on 5 editions of PM's Pariksha Pe Charcha

Advertisement