scorecardresearch
 
Advertisement

Pm Modi: ২১ দ্বীপ শহিদের নামে,'নেতাজিকে ভোলানোর চেষ্টা হয়েছিল', বিরোধীদের নিশানা মোদীর

Pm Modi: ২১ দ্বীপ শহিদের নামে,'নেতাজিকে ভোলানোর চেষ্টা হয়েছিল', বিরোধীদের নিশানা মোদীর

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মদিনে আন্দামান ও নিকোবরের ২১টি অনামী দ্বীপের নাম রাখা হল বীর সেনাদের নামে। ভারতীয় সেনাবাহিনীর পরমবীর চক্র পুরস্কারপ্রাপ্ত ২১ জনের নামে ওই দ্বীপগুলির  নামকরণ করা হয়েছে। মেজর সোমনাথ শর্মা, সুবেদার-ক্যাপ্টেন ল্যান্স নায়েক করম সিং, দ্বিতীয় লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে, নায়ক যদুনাথ সিং সহ ২১ জন পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে দ্বীপগুলির নামকরণ করা হয়েছে। নেতাজির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 'নেতাজিই আন্দামান ও নিকোবরের এই সকল দ্বীপের নামকরণ করেছিলেন। কিন্তু সেই নামকরণের মর্যাদা দেওয়া হয়নি পরবর্তীতে। তাই বীরেদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ভাবনা। অতীতে নেতাজির নাম ভোলানোর চেষ্টা করা হয়েছে। গত ৮-৯ বছরে নেতাজিকে নিয়ে অনেক কাজ করা হয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর নেতাজিকে ভোলানোর চেষ্টা করা হয়েছে। নেতাজিকে নিয়ে যত ফাইল আছে তা প্রকাশ করা হচ্ছে। যাতে মানুষ সব জানতে পারে।'

Parakram diwas 2023

Advertisement