scorecardresearch
 
Advertisement

VIDEO: সাইকেল চালিয়ে ভারতভ্রমণে কলকাতার পরিমল

VIDEO: সাইকেল চালিয়ে ভারতভ্রমণে কলকাতার পরিমল

সাইকেলে করে ভারত ভ্রমণ ৫৫ বছরের এক ব্যক্তির। সামান্য প্রেসার কুকার সরানোর কাজ করেন তিনি। মাত্র ২ হাজার টাকা, আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করেই শান্তির বার্তা দিতে ভারত ভ্রমণ। নাম পরিমল কাঞ্জি। বাড়ি কলকাতার চেতলা এলাকায়। জানুয়ারি মাসের ১ তারিখে বেরিয়েছিলেন বাড়ি থেকে। মাঝে কেটে গিয়েছে ৮ মাস, ইতিমধ্যেই সাইকেলে চেপে পাড়ি দিয়েছেন আসমুদ্রহিমাচল। আগামী দু-তিন দিনের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি। সাইকেলে চেপে কলকাতা থেকে রওনা হয়ে ওডিশা, অন্ধপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ ঘুরে হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ডের মধ্য দিয়ে চলে যান নেপাল। নেপাল থেকে মেচি, শিলিগুড়ি, মালদা হয়ে এখন তিনি ফিরছেন কলকাতার পথে। যাত্রাপথের দেশের বিভিন্ন প্রান্তের সাহায্য এবং সম্মান দুটোই পেয়েছেন তিনি। বহু মানুষের সাথে পরিচয় হয়েছে, শিখেছেন অনেক কিছু। হ্যাঁ কষ্ট হতো হয়েছে তবু ব্যথা আর বয়সের কাছে হার মানেননি তিনি। চলুন শুনে নেওয়া যাক তার সেই অভিজ্ঞতা।

Advertisement