scorecardresearch
 
Advertisement

PM Modi in Punjab Video: PM মোদীর কনভয় আটকাতেই Action মুডে SPG কমান্ডোরা

PM Modi in Punjab Video: PM মোদীর কনভয় আটকাতেই Action মুডে SPG কমান্ডোরা

পাঞ্জাবের ফিরোজপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল। কৃষক সংগঠনের বিক্ষোভের জেরে তা বাতিল করা হয়। সেই বিক্ষোভের জেরে ফ্লাইওভারে ২০ মিনিটেরও বেশি সময় আটকে থাকতে হয় প্রধানমন্ত্রী মোদীর কনভয়কে। সূত্রের খবর, কিষাণ মজদুর সংগ্রাম সমিতির ব্যানারে কৃষকরা গুরুদাসপুর জাতীয় সড়ক অবরোধ করেন। ওই পথ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় যাওয়ার কথা ছিল। কিন্তু হাইওয়ে জ্যামের কারণে প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ২০ মিনিটের জন্য আটকে যায়। আর কনভয় থামার সঙ্গে সঙ্গে SPG কমান্ডোরা তৎপর হয়ে ওঠেন। এরপর কী হল দেখুন।

pm modi stuck in punjab spg commandos came into action

Advertisement