scorecardresearch
 
Advertisement

PM Modi On Shivshakti: চাঁদের সঙ্গে জুড়ে গেল শিবের নাম, চাঁদের মাটির নামকরণ করলেন মোদী

PM Modi On Shivshakti: চাঁদের সঙ্গে জুড়ে গেল শিবের নাম, চাঁদের মাটির নামকরণ করলেন মোদী

বিদেশ সফর সেরে ফিরেই সোজা বেঙ্গালুরু গিয়ে ইসরো-র বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান-৩-র সাফল্যের অভিনন্দন জানাতেই মোদী শনিবার সাত সকালে বেঙ্গালুরু আসেন। এখানেই প্রধানমন্ত্রী বলেন, 'চন্দ্রযান ৩-র সাফল্যে চাঁদের রহস্য উন্মোচিত হবে। এই সাফল্যের জন্য আমি মিশনের পুরো দলকে অভিনন্দন জানাই। পাশাপাশি তিনি ঘোষণা করেন, চাঁদের যে অংশে চন্দ্রযান-৩ অবতরণ করেছে তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। যেখানে ল্যান্ডার অবতরণ করেছে, সেই বিন্দুটি শিবশক্তি পয়েন্ট নামে পরিচিত হবে। এরপরই মোদী ঘোষণা করেন, চন্দ্রযান-২ যে জায়গায় তার পায়ের ছাপ ফেলেছে, সেই জায়গাটিকে এখন তিরঙ্গা পয়েন্ট বলা হবে।'

Advertisement