scorecardresearch
 
Advertisement

Rashtrapati Bhavan: রাষ্ট্রপতি ভবন তৈরি হয়েছিল ১৭ বছর ধরে, জানুন ইতিহাস

Rashtrapati Bhavan: রাষ্ট্রপতি ভবন তৈরি হয়েছিল ১৭ বছর ধরে, জানুন ইতিহাস

রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022 India) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ফলাফল ২১ জুলাই। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রপতির বাসভবনই (Raisina Hills) হল রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhavan)। আগে এটি ব্রিটিশ ভাইসরয়ের সরকারি বাসভবন ছিল। স্বাধীনতার আগে ১৯১১ সালে যখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময় তৈরি হয় এটি। ভবনটি তৈরি করতে মোট ১৭ বছর সময় লাগে। 26 জানুয়ারি ১৯৫০ সালে, এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একটি স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। চারতলা বিশিষ্ট রাষ্ট্রপতি ভবনে রয়েছে ৩৪০টি ঘর। রাষ্ট্রপতি ভবনে বিল্ডিং ছাড়াও রয়েছে মুঘল গার্ডেন এবং কর্মচারীদের বাসস্থান। রাষ্ট্রপতি ভবনটি নির্মাণ করেছিলেন স্থপতি এডউইন ল্যান্ডসিয়ার লুটিয়েন্স। চলুন জেনে নেওয়া যাক রাষ্ট্রপতি ভবনের বিশেষত্ব।

rashtrapati bhavan unknown stor

Advertisement