scorecardresearch
 

Durga Puja 2023 Bengali Panchang: কখন অষ্টমীর অঞ্জলি, কখন সন্ধিপুজো? পঞ্জিকা মতো দুর্গাপুজোর সময়

দুর্গাপুজোর পঞ্চমী শুরু ১৮ অক্টোবর থেকে। দশমী ২৪ অক্টোবর। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে জেনে নিন পুজোর অঞ্জলি ও সন্ধিপুজোর নির্ঘণ্ট।   

Advertisement
Durga Puja 2023। দুর্গাপুজো ২০২৩। Durga Puja 2023। দুর্গাপুজো ২০২৩।
হাইলাইটস
  • দুর্গাপুজোর পঞ্চমী শুরু ১৮ অক্টোবর থেকে।
  • দশমী ২৪ অক্টোবর।

পুজো আর ক'দিন মাত্র বাকি। তার পরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এ বছর দেবী আসছেন ঘোড়ায় চড়ে। যা অশুভ বলে মনে করা হয়। দুর্গাপুজোর পঞ্চমী শুরু ১৮ অক্টোবর থেকে। দশমী ২৪ অক্টোবর। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে জেনে নিন পুজোর অঞ্জলি ও সন্ধিপুজোর নির্ঘণ্ট।   

মহালয়া- অমাবস্যা তিথি শুরু ১৩ অক্টোবর (২৬ আশ্বিন), শুক্রবার, রাত ৯ টা ৫২ মিনিটে। অমাবস্যা তিথি শেষ ১৪ অক্টোবর, শনিবার (২৭ আশ্বিন) রাত ১১ টা ২৫ মিনিটে।

পঞ্চমী–পঞ্চমী তিথি শুরু ১৮ অক্টোবর, বুধবার (৩১ আশ্বিন) রাত ১টা ১৪ মিনিটে। পঞ্চমী তিথি শেষ ১ কার্ত্তিক, বৃহস্পতিবার (১৯ অক্টোবর), রাত ১২ টা ৩২ মিনিটে।

আরও পড়ুন

ষষ্ঠী– ষষ্ঠী তিথি শুরু ১৯ অক্টোবর, বৃহস্পতিবার (১ কার্ত্তিক) রাত ১২ টা ৩৩ মিনিটে। ষষ্ঠী তিথি শেষ-  ২০ অক্টোবর, শুক্রবার (২ কার্ত্তিক) রাত ১১ টা ২৫ মিনিটে। সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পুজো। সায়ংকালে দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

সপ্তমী- সপ্তমী তিথি শুরু  ২০ অক্টোবর, শুক্রবার (২ কার্ত্তিক) রাত ১১ টা ২৬ মিনিটে। সপ্তমী তিথি শেষ- ২১ অক্টোবর, শনিবার (৩ কার্ত্তিক) রাত ৯ টা ৫৪ মিনিটে। বারবেলানুরোধে ৯ টা ২৭ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো। রাত ১০ টা ৫৮ মিনিট থেকে ১১ টা ৪৬ মিনিটের মধ্যে অর্ধরাত্রি বিহিত পুজো।

মহাষ্টমী- অষ্টমী তিথি শুরু ২১ অক্টোবর, শনিবার (৩ কার্ত্তিক), রাত ৯ টা ৫৫ মিনিটে। অষ্টমী তিথি শেষ- ২২ অক্টোবর, রবিবার (৪ কার্ত্তিক) রাত ৮ টা। সকাল ৯ টা ২৭ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টম্যাদি কল্পারম্ভ।

Advertisement

সন্ধি পুজো- রাত ৭ টা ৩৬ মিনিট থেকে সন্ধিপুজো শুরু। রাত ৮টা গতে বলিদান। রাত ৮টা ২৪ মিনিটের মধ্যে সন্ধিপুজা সমাপন। 

নবমী- নবমী তিথি শুরু ২২ অক্টোবর, রবিবার (৪ কার্ত্তিক), রাত ৮ টা ১ মিনিটে। নবমী তিথি শেষ–২৩ অক্টোবর, সোমবার (৫ কার্ত্তিক) অপরাহ্ন ৫ টা ৪৫ মিনিট। সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত পুজো।

দশমী- দশমী তিথি শুরু ২৩ অক্টোবর, সোমবার (৫ কার্ত্তিক), সকাল ৫ টা ৪৬ মিনিটে। দশমী তিথি শেষ – ২৪ অক্টোবর, মঙ্গলবার (৬ কার্ত্তিক) ভোর ৩ টে ১৫ মিনিট। সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে দুর্গাদেবীর দশমী বিহিত পুজো ও বিসর্জন।

শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজো- পূর্ণিমা তিথি শুরু  ২৭ অক্টোবর, শুক্রবার (৯ কার্ত্তিক) বিকেল ৪টে ১৯ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ – ২৮ অক্টোবর, শনিবার (১০ কার্ত্তিক) রাত ১ টা ৫৪ মিনিটে।

Advertisement