scorecardresearch
 

Durga Puja 2023 Date- Time- Fixture: অঞ্জলী থেকে দেবীর বিসর্জনের সময়, জানুন পঞ্জিকা মতে দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

Durga Puja 2023 Date- Time- Fixture: আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত।

Advertisement
দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

দুর্গাপুজোর (Durga Puja) কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আর হাতে গোনা দিন পড়ে উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয় হয়। 

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এটি সকলেরই প্রায় জানা। তবে অনেকেরই অজানা, প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। 

দুর্গাপুজো ২০২৩ তারিখ (Durga Puja 2023 Date)

আরও পড়ুন

* মহালয়া: ১৪ অক্টোবর (২৬ আশ্বিন), শনিবার। 

* মহালয়া ২০২৩ অমাবস্যা তিথি - ১৩ সেপ্টেম্বর (২৫ আশ্বিন), রাত ৯/২৬/৯  থেকে ১৪ সেপ্টেম্বর (২৬ আশ্বিন), রাত ১০/৪৯/৪৪ পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি।  

* নবরাত্রি: ১৫ অক্টোবর (২৭ আশ্বিন), রবিবার থেকে ২৩ অক্টোবর (৫ কার্তিক), মঙ্গলবার

শারদীয় দুর্গাপূজার সময় নির্ঘণ্ট (শ্রী বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী) 

মহাষষ্ঠী (Maha Shasthi)

* ২ কার্তিক, ইং  ২০ অক্টোবর, শুক্রবার -  মহাষষ্ঠী 

* পূর্বাহ্ণ ঘ ৯।২৮। ষষ্ঠী রাত্রি ঘ ৯। ৮ পর্যন্ত। শ্রীশ্রী দুর্গা ষষ্ঠী। পূর্বাহ্ণ মধ্যে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮।৩১ মধ্যে)।  

* দেবী দুর্গার ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস।


মহাসপ্তমী (Maha Saptami)

* ৩ কার্তিক, ইং ২১ অক্টোবর, শনিবার - মহাসপ্তমী 

* পূর্বাহ্ণ ৯। ২৮। সপ্তমী রাত্রি ঘ ৭। ২১ পর্যন্ত। শ্রীশ্রী শারদীয়া দুর্গা পুজো। পূর্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৫ গতে পূর্বাহ্ণ মধ্যে)। 

Advertisement

* দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। 

* দেবীর ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গ। রাত্রি ঘ ১০। ৫৮ গতে ১১। ৪৬ মধ্যে মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা। 


মহাষ্টমী (Maha Ashtami)

* ৪ কার্তিক, ইং ২২ অক্টোবর, রবিবার- মহাষ্টমী 

* পূর্বাহ্ণ ঘ ৯।২৮। মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫।১৮ পর্যন্ত পূর্বাহ্ণ মধ্যে। 

* শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।

* পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীব্রত ও  মহাষ্টমীর ব্রতোপবাস। 

*  সন্ধিপূজা- সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে রাত্রি ঘ ৫।৪২ মধ্যে । সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে সন্ধিপূজারম্ভ। 

* বলিদান- সন্ধ্যা ঘ ৫।১৮ গতে বলিদান। 

* রাত্রি ঘ ৫।৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।        


মহানবমী (Maha Nabami) 

* ৫ কার্তিক ইং ২৩ অক্টোবর সোমবার- মহানবমী 

* পূর্বাহ্ণ ঘ ৯।২৮ মহানবমী দিবা ঘ ৩।৪ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩১ গতে পূর্বাহ্ণ মধ্যে)

* শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত। 

* পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ। 


বিজয়া দশমী (Bijaya Dashami)

* ৬ কার্তিক ইং ২৪ অক্টোবর বুধবার- বিজয় দশমী

* পূর্বাহ্ণ ঘ ৯।২৮। বিজয়া দশমী দিবা ঘ ১২। ৪২ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণেবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮.৩২ গতে পূর্বাহ্ণ মধ্যে)

 শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)।  

* দেবীর ঘোটকে গমন। ফল- ছত্রভঙ্গ। বিজয়া দশমীকৃত্য। কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।    

লক্ষ্মী পুজো ২০২৩ -র তারিখ 

২৮ অক্টোবর (১০ কার্তিক), রবিবার

কালী পুজো ২০২৩ -র তারিখ 

১২ নভেম্বর (২৫ কার্তিক), রবিবার

 

Advertisement