Ganesh Chaturthi Success Totka: ভাদ্র মাসের শুক্লপক্ষে, গণেশ চতুর্থীর উৎসব হয়। গোটা দেশেই খুব আড়ম্বরে পালিত হয়। এ বছরও ১৮ সেপ্টেম্বর গণেশ উৎসব ১০ দিন ধরে পালিত হবে। ভগবান গণেশকে সমস্ত দেবতার মধ্যে প্রথম শ্রদ্ধেয় দেবতা হিসাবে মনে করা হয়। চতুর্থীর দিনে গণপতির জন্ম হয়েছিল। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দিনে আপনি যদি কিছু বিশেষ কৌশল অবলম্বন করে আপনার ভাগ্য বদলে যেতে পারে। এর প্রভাবে শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ হয়। আসুন জেনে নেই এই কৌশলগুলো সম্পর্কে।
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উৎসব শুরু হয়। আপনি যদি গণেশ ঠাকুরকে বাড়িতে প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখুন। দেখুন কী কী মানবেন।
অফিসে গণপতি স্থাপন
যদি আপনি আপনার অফিসে অর্থাৎ কর্মস্থানে গণেশের মূর্তি রাখেন বা ছবি রাখেন, তাহলে অবশ্যই দাঁড়ানো মূর্তি বা ছবি রাখবেন। এতে আপনার সেখানকার বাস্তু ত্রুটি দূর হবে। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, গণপতির মুখ যেন দক্ষিণ দিকে না থাকে। এতে আপনার উপকারের পরিবর্তে অপকার হবে।
বাড়িতে কোথায় রাখবেন?
বাড়ির দক্ষিণ দিকে গণেশের মূর্তি রাখবেন না বাড়িতে বা কাজের জায়গায় গনেশ ঠাকুর বসালে সঠিক দিক বেছে নিয়েই বসাতে হয়। তাই বাড়ির উত্তর পূর্ব কোণে গণেশের মূর্তি স্থাপন করুন। যদি ফটো আনেন তাহলেও কিন্তু উত্তর পূর্ব কোণে রাখবেন। মনে রাখবেন ভুল করেও মূর্তি দক্ষিণ দিকে রাখবেন না। এতে আপনার পরিবারে সকলের সঙ্গে সকলের খুব অশান্তি বাঁধবে। নেতিবাচক শক্তি বিরাজ করবে আপনার পরিবারে ওপর।
কী রংয়ের গণেশ রাখা যায় না?
সাদা রঙের মূর্তি কিনুন আপনি যখন আপনার বাড়িতেও গণপতির মূর্তি স্থাপন করবেন, সেই সময় গণেশ মূর্তির রঙের উপর বিশেষ নজর দেবেন অর্থাৎ গণেশ মূর্তি কিনলে সাদা রঙের মূর্তি কিনুন। এতে বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন। আপনি লাল রঙের মূর্তি কিনতে পারেন। এতে আপনার যে সন্তান রয়েছে, তারাও জীবনে সাফল্য পাবেন। হালকা হলুদ বা সবুজ রঙের মূর্তি কিনতে পারেন। যা আপনার পরিবারে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে। ভুলেও কখনো অন্য রঙের গণেশ মূর্তি কিনবেন না। এতে আপনার পরিবারের উপর আরও অশুভ প্রভাব পরতে পারে।