scorecardresearch
 

Chhatpuja In Australia And USA: আমেরিকা-অস্ট্রেলিয়ার নদীগুলিতে ছটপুজোর ধুম, যেন হুবহু গঙ্গাঘাটের ছবি

Chhatpuja In Australia And USA: দেশের বাইরেও অনেকে ছটপুজো উদযাপন করেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতে যে ছবি দেখা গেল, তাতে ভুল হতে পারে, এটি বিদেশ না ভারতেরই কোনও অঙ্গরাজ্য। ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জড়ো হয়েছিলেন ছটপুজো উদযাপনের জন্য।

Advertisement
অস্ট্রেলিয়া ও ইউএসএতে ছটপুজোর ধুম অস্ট্রেলিয়া ও ইউএসএতে ছটপুজোর ধুম

Chhatpuja In Australia And USA: বৃহস্পতিবার ভারতের বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মের মানুষ ছটপুজো পালন করেছেন। দেশের বাইরেও অনেকে ছটপুজো উদযাপন করেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতে যে ছবি দেখা গেল, তাতে ভুল হতে পারে, এটি বিদেশ না ভারতেরই কোনও অঙ্গরাজ্য। ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জড়ো হয়েছিলেন ছটপুজো উদযাপনের জন্য। ভক্তরা কাতারে কাতারে উপোস করেন ও নদী-পুকুরের সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন।

ভার্জিনিয়ায় ছট পুজোর আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল, যাতে ভক্তরা নদীর তীরে পুজো করতে পারে। স্থানীয় এক বাসিন্দা পিটিআইকে বলেছেন, "যখন আমরা এখানে আসি, আমরা ছট পুজো করা নিয়ে চিন্তিত ছিলাম। নদী কোথায় পাওয়া যাবে তা নিয়েও প্রশ্ন ছিল। তারপর নদীর ধারে একটা পার্ক দেখি। তখনই ভেবে নিয়েছিলাম অনুমতি পেলে এটি ছটের জন্য উপযুক্ত জায়গা হতে পারে।'

তিনি আরও বলেন, 'আমরা কাউন্টি এবং পার্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা বলেছে তাদের কোনও আপত্তি নেই। সেই থেকে প্রতি বছর এই নদীর তীরে ছট পালিত হয় এবং আজ প্রায় ৭০০ লোক এই হ্রদের কাছে উৎসব পালন করতে আসেন। 

আরেক বাসিন্দা বলেন, আগে আমেরিকায় মানুষের কপালে বড় সিঁদুর পরা এবং নদীর তীরে গিয়ে পুজো করাটা অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু এখন তারা দেখতে দেখতে বুঝতে শুরু করেছে। তিনি বলেন, 'এখন তো আমেরিকানরাও প্রসাদ চাইতে আসেন। আমরা যখন তাদের ঠেকুয়া দিই, তারা খুশি হয়ে খায়। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের বন্ধুদের সহযোগিতায়। প্রথম বছরে মাত্র ৭-৮টি পরিবার শুরু করলেও এখন অনেক পরিবার এখানে গঙ্গা ঘাটের মতো পরিবেশ তৈরি করে।

ছটপুজো বিহার, ঝাড়খন্ড এবং পূর্ব উত্তরপ্রদেশের অন্যতম পবিত্র উৎসব। এই উৎসব সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়, যাকে জীবনের উৎস বলে মনে করা হয়। ছট পুজোর মাধ্যমে মানুষ দীর্ঘায়ু, স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য সূর্যদেবের কাছে আশীর্বাদ কামনা করেন।

Advertisement

 

Advertisement