scorecardresearch
 
Advertisement

Bhai Phota 2023: এই বছর ভাইফোঁটার শুভ সময় কখন? দেখে নিন

Bhai Phota 2023: এই বছর ভাইফোঁটার শুভ সময় কখন? দেখে নিন

বাঙালির বারো মাসে তের পার্বণ। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করেন।

Advertisement