পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই শ্রেষ্ঠ তপস্যা। একটি পরিবারের মা যদি হয় মধুবৃক্ষ বাবা হলেন পরিবারের বটবৃক্ষ। বাবা নদীর নৌকার মাঝি। মা যেমন নরম কমল বিপরীতে বাবা কঠিন। কঠোর শক্ত চোয়াল সংসারের ক্লান্ত হীন প্রহরী সংসারে সমস্ত গুরুভার নিয়ে দাঁড়িয়ে থাকা একক সারথি । স্বপ্নার বাগান যুবকবৃন্দ এবছর ৭০ বছরে পা দিল। এবারের থিম 'ছত্রছায়ায়'।