scorecardresearch
 
Advertisement

Bankura Durga Puja: রীতি মেনে দশমীতে সিঁদুরের বদলে এখানে হয় কাদা খেলা

Bankura Durga Puja: রীতি মেনে দশমীতে সিঁদুরের বদলে এখানে হয় কাদা খেলা

এখানে দশমীতে হয় না সিঁদুর খেলা, কোনও কোলাকুলি হয় না। এখানে একে অপরকে কাদা ছোড়ে। বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় গ্রাম। সাতটি পুকুলের জল দিয়ে এক জায়গা ভরাট করা হয়। এরপর গ্রামের মানুষ নেমে পরে ওই কাদা জলে। একে ওপরের দিকে কাদা জল ছুড়ে দেয়। প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে এই রীতি। মল্লরাজ রঘুনাথ সিংহ ঝগড়াইভঞ্জনী দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে মন্দির প্রতিষ্ঠার প্রথম বছর দশমীর দিন মল্লরাজ সেনাদের নিয়ে কাদাখেলায় মেতে ওঠেন। তখন থেকেই এই কাদাখেলার এই রীতি চলে আসছে।

Advertisement