চলছে শ্রাবণ মাস। কথিত আছে এই মাসে ভগবান শিবের পুজো করলে তাঁর কৃপা লাভ করা যায়। শ্রাবণের ব্রত পালন করলে পছন্দসই জীবনসঙ্গী পেতে পারেন অবিবাহিত মহিলারা। তাছাড়া ভোলানাথের পুজোর মধ্যে দিয়ে সুস্থতা ও সুস্বাস্থ্যও পাওয়া যায় বলে বিশ্বাস। তবে শ্রাবণের ব্রত পালনের সময় বেশকিছু বিষয় মাথায় রাখা উচিত।
শ্রাবণ ব্রত (Shravan Vrat) পালনের জন্য ভোরে উঠে স্নান করে পুজোপাঠ করুন। তবে পুজোয় হলুদ ব্যবহার করবেন না। বরং ধুতরো ফুল, বেলপাতা, সাদা ফুল, মধু, ফল ইত্যাদি দিয়ে শিবের পুজো করুন। (ছবি সূত্র - Pixabay)
শ্রাবণ ব্রত পালন করলে এই মাসে আমিষ খাবার গ্রহণ এবং মদ্যপান না করাই উচিত। তাতে ভগবান শিব রুষ্ট হতে পারেন। (ছবি সূত্র - Pixabay)
যাঁরা উপোস ও ব্রত পালন করছেন তাঁরা কখনোই কালো পোশাক পরবেন না। শাস্ত্রমতে, ব্রত পালনের সময় কালো পোশাক পরলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ধর্মীয় পুরাণ অনুসারে, ব্রত পালন করলে দিনের বেলা ঘুমনো উচিত হয়। পরিবর্তে সেই সময় ভগবান শিবের ভজন-কীর্তন করুন। (ছবি সূত্র - Pixabay)
ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহিলাদের শিবলিঙ্গ স্পর্শ করা উচিত নয়। শোনা যায়, তাতে নাকি মাতা পার্বতী রুষ্ট হয়। তবে মহিলাদের শিবলিঙ্গের পুজো করায় অবশ্য কোনও বাধা নেই।