বাস্তু জীবনে নানা রকম প্রভাব ফেলে। ঘরের দিক এবং জিনিসের পরিবর্তের বাস্তুতে নানা রকম পজিটিভ এবং নেগেটিভ প্রভাব পড়ে। বেশ কিছু জিনিস রয়েছে যা শোয়ার সময় মাথার কাছে রাখলে তার খারাপ প্রভাব বাস্তু দোষ তৈরি করে। যা জীবনে নানা রকম ক্ষতিকারক প্রভাব ফেলে। দেখে নিন কোন জিনিসগুলি ঘুমোনোর সময় মাথার কাছে রাখবেন না।
বই
বাস্তু অনুযায়ী ঘুমোনের সময় মাথার কাছে বই, খবরের কাগজ বা পত্রিকা কিছু রাখবেন না। এতে নেগেটিভ এনার্জি তৈরি হয়। তার সঙ্গে জীবন কলহপূর্ণ হয়ে ওঠে।
হামানদিস্তা বা শিলনোড়া
বাস্তু অনুযায়ী ঘুমোনের সময় মাথার কাছে হামানদিস্তা বা শিলনোড়া রাখা উচিত নয়। এর ফলে সম্পর্ক নষ্ট হতে পারে। জীবনে মুখ-শান্তি কমতে থাকে।
তেল
বাস্তু অনুযায়ী ঘুমোনের সময় মাথার কাছে যে কোনও ধরনের তেল রাখবেন না। এতে জীবনে ক্রমশ সমস্যা বাড়তে থাকবে।
চটি-চপ্পল
বাস্তু অনুযায়ী ঘুমোনের সময় মাথার কাছে বা বিছানার পাশে চটি বা চপ্পল রাখবেন না। এতে জীবনে প্রচুর নেগেটিভ এনার্জি তৈরি হবে।
ওয়ালেট
বাস্তু অনুযায়ী ঘুমোনের সময় মাথার কাছে ওয়ালেট বা টাকা রাখার ব্যাগ রাখবেন না। এর ফলে জীবনে আর্থিক সংকট তৈরি হবে।
ইলেকট্রনিক জিনিস
বাস্তু অনুযায়ী ঘুমোনের সময় মাথার কাছে কোনও ইলেকট্রনিক জিনিস যেমন ঘড়ি, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি। এর ফলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। এর থেকে নির্গত ক্ষতিকারক তরঙ্গ কোনও ব্যক্তিকে শারীরিক এবং মানসিক ভাবেও অসুস্থ করে তুলতে পারে।
দড়ি
দড়ির ব্যবহার দৈনন্দিন জীবনে নানা রকম ভাবে হতে পারে। তবে বাস্তু অনুযায়ী দড়ির মাথার পাশে রেখে ঘুমোবেন না। এতে যে কোনও কাজে বাধা আসবে। মনে নেতিবাচক চিন্তা তৈরি হবে।