scorecardresearch
 

Chandra Grahan 2021 Do's & Dont's: আজকের চন্দ্রগ্রহণে কোন কাজগুলি করলে মিলবে শুভ বা অশুভ ফল? জানুন...

Chandra Grahan 2021 Do's & Dont's: এই গ্রহণের সময়কাল থাকবে প্রায় ৬ ঘণ্টা। এজন্যে মনে করা হচ্ছে, এটাই শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম এবং ১০০০ বছরের বিরলতম চন্দ্রগ্রহণ। এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা। 

Advertisement
আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ
হাইলাইটস
  • আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ।
  • এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা। 
  • এটাই শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম এবং ১০০০ বছরের বিরলতম চন্দ্রগ্রহণ।

Chandra Grahan 2021 Do's & Dont's: আজ (১৯ নভেম্বর) বছরের শেষ চন্দ্রগ্রহণ। বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে বৃষ রাশিতে। ১৯ নভেম্বর দুপুর ১১.৩২ মিনিট থেকে ভারতে গ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫.৩৩ মিনিট পর্যন্ত। এই গ্রহণের সময়কাল থাকবে প্রায় ৬ ঘণ্টা। এজন্যে মনে করা হচ্ছে, এটাই শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম এবং ১০০০ বছরের বিরলতম চন্দ্রগ্রহণ। এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা। 

জ্যোতিষাচার্য প্রবীণ মিশ্র জানাচ্ছেন, গ্রহণকালে খুব সাবধানে থাকতে হবে সকলকে। গ্রহণের খারাপ প্রভাব কাটাতে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যদিও সেগুলি শিশু, বয়স্ক এবং অসুস্থ  ব্যক্তিদের জন্য কার্যকর নয়। জেনে নিন গ্রহণের সময়কালে কী করবেন বা করবেন না। 

চন্দ্রগ্রহণের সময় একেবারেই করবেন না 

* তেল লাগাবেন না। 

* এই সময়কালে খাওয়া ঠিক না। 

* ঘুমাবেন না। 

* গাছের পাতা বা ফুল ছিঁড়বেন না। 

* কোনও শুভ কাজ করবেন না। 

আরও পড়ুন: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ! কেন শতাব্দীর বিরলতম গ্রহণ এটি? জানুন...

চন্দ্রগ্রহণের সময় কী করবেন 

* ঈশ্বরের নাম জপ করুন। 

* গুরু মন্ত্র কিংবা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।  

* গরু কিংবা পাখিদের সবুজ খাদ্য দিন। 

* দরিদ্রদের দান করুন। 

আরও পড়ুন: আজকের চন্দ্রগ্রহণের কতটা প্রভাব পড়বে ১২ রাশির জাতকদের জীবনে?

 চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে 

 এই গ্রহণ হবে আংশিক চন্দ্রগ্রহণ। এজন্যে ভারতের বেশিরভাগ স্থানে এটি দেখা যাবে না। ভারত, আমেরিকা, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এভং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে। উত্তর -পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত এই গ্রহণ দেখা যাবে। তার মধ্যে রয়েছে আসাম ও অরুণাচল প্রদেশ। 

Advertisement

 

Advertisement