scorecardresearch
 

Chandra Grahan Sutak Time 8 November 2022 : গ্রহণের সূতককালে বাড়ির বাইরে? বিপদ এড়াতে মাথায় রাখুন এই ৫ বিষয়

আজই বছরের শেষ চন্দ্রগ্রহণ (Chandra Grahan Sutak Time 8 November 2022)। দেশের বিভিন্ন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে। বিকেল ৫টা ২০ থেকে সন্ধ্যে ৬টা ২০ মিনিট পর্যন্ত ভারতে দেখা যাবে গ্রহণ (Chandra Grahan Time)। এর সূতককাল শুরু সকাল ৮টা ২১ মিনিটে (Chandra Grahan Sutak Time)। যদি এই সময় বাড়ির বাইরে যান, তাহলে অবশ্যই ৫টি বিষয় মাথায় রাখবেন। 

Advertisement
আজ চন্দ্রগ্রহণ আজ চন্দ্রগ্রহণ
হাইলাইটস
  • আজ চন্দ্রগ্রণ
  • সকালেই শুরু সূতক সময়
  • জানুন কী কী করবেন না

আজই বছরের শেষ চন্দ্রগ্রহণ (Chandra Grahan Sutak Time 8 November 2022)। দেশের বিভিন্ন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে। বিকেল ৫টা ২০ থেকে সন্ধ্যে ৬টা ২০ মিনিট পর্যন্ত ভারতে দেখা যাবে গ্রহণ (Chandra Grahan Start And End Time)। এর সূতককাল শুরু সকাল ৮টা ২১ মিনিটে (Chandra Grahan Sutak Time)। যদি এই সময় বাড়ির বাইরে যান, তাহলে অবশ্যই ৫টি বিষয় মাথায় রাখবেন। 

তাড়াহুড়ো - সূতককালে বাড়ির বাইরে গেলে তাড়াতাড়ি করে কোনও কাজ করবেন না। তাতে কাজের ক্ষতি হতে পারে। এই সময় কোথাও যাতায়াত করতে হলে ধৈর্য্য ধরুন। আর্থিক লেনদেন ক্ষেত্রেও সংযম রাখুন।  

ফুল ছেঁড়া - সূতকের সময় প্রকৃতির কোনও ক্ষতি করবেন না। যেমন গাছের ফুল ফল বা পাতা ছিঁড়বেন না। যদি তুলসী পাতার প্রয়োজন থাকে তবে সূর্যদয়ের পর ও সূতক শুরু হওয়ার আগে তা সংগ্রহ করুন। নদী এবং ঝরনা থেকেও দূরে থাকুন।

গর্ভবতীরা খেয়াল রাখুন - এই সময় গর্ভবতী মহিলাদের বাইরে যাওয়া উচিত নয়। যদি একান্তই বাইরে যেতে হয়, তাহলে নিজের পেটের বিশেষ যত্ন নিন। তাতে গর্ভস্থ শিশুর ওপরে কোনও খারাপ প্রভাব পড়বে না। 

সূচালো বস্তু - এই সময় যাঁরা বাড়ির বাইরে যাবেন তাঁরা কোনওভাবেই ধারাল বা সূচালো বস্তু, যেমন কাঁচি, ছুরি, পিন ইত্যাদি ব্যবহার করবেন না। বিশেষত গর্ভবতী মহিলারা বেশি করে এটি মনে রাখুন। 

উত্তেজনাপূর্ণ কাজ - সূতক থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত অতি উত্তেজনাপূর্ণ কোনও কাজ এড়িয়ে চলাই উচিত। যেমন জিমে গিয়ে ওজন তোলা, দ্রুত গতিতে গাড়ি চালানোর মতো বিষয়গুলি একেবারেই করবেন না।

আরও পড়ুন - এই ফলের বীজে থাকে সায়ানাইড, ভুলেও যেন পেটে না যায় 

Advertisement

 

Advertisement