Diwali 2021 : বৃহস্পতিবার দীপাবলি। আলোর উৎসব। মা কালীর পুজো ছাড়াও অনেকে এইদিন লক্ষ্মী-গণেশের পুজোও করে থাকেন। সেই উপলক্ষ্যে প্রদীপ, মোমবাতি ও বৈদ্যুতিক আলো দিয়ে সাজান হয় ঘরবড়ি। মনে কর হয় এই দিন বাড়ির কোনও অংশ যদি অন্ধকার থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পুরোপুরি বর্ষিত হয় না। অন্যদিকে আবার প্রদীপ, মোমবাতি বা বৈদ্যুতিক আলো দিয়ে ঘরবাড়ি সাজানোর ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম।
প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম -
১. দক্ষিণ দিকে মুখ করে কখনও প্রদীপ জ্বালাবেন না, তাহলে তা শুভ ফল দেয় না।
২. প্রদীপ জ্বালান শুদ্ধ ঘি দিয়ে, তাতে গৃহে আসে সমৃদ্ধি।
৩. প্রদীপ জ্বালাতে কখনওই সূর্যমুখী তেল ব্যবহার করবেন না।
৪. খেয়াল রাখবেন আগুন যেন কোনওভাবেই প্রদীপের মধ্যে না পৌঁছায়।
৫. প্রদীপ প্রজ্জ্বলনের পর্ব সবসময় ঠাকুর ঘর থেকে শুরু করুন।
৬. দীপাবলিতে লক্ষ্মী-গণেশকে গৃহে স্বাগত জানাতে বাড়ির সদর দরজার দুই পাশে প্রদীপ জ্বালিয়ে রাখুন।
লাইটিং-এর সময় এই বিষয়গুলি মাথায় রাখুন -
দীপাবলিতে বৈদ্যুতিক আলোয় বাড়িঘর সাজানোর পরিকল্পনা থাকলে রঙের বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। যেমন -
পূর্ব দিক - লাল, হলুদ ও কমলা রঙের আলো লাগালে শুভ ফল দেয়।
পশ্চিম দিক - গাঢ় হলুদ, কমলা ও গোলাপি রঙের আলো লাগানো উচিত।
উত্তর দিক - নীল, হলুদ ও সবুজ রঙের আলো লাগান।
দক্ষিণ দিক - সাদা, বেগুনি এবং লাল রঙের আলো দিয়ে সাজান।