scorecardresearch
 

Crow at Home: কাককে এই জিনিস করতে দেখলেই টাকা আসবে, জানুন

কাককে হিন্দুধর্মে কখনওই শুভ বলে মনে করা হয় না। কাকের কা কা ডাক নাকি অশুভ ইঙ্গিত দেয় বলেই বিশ্বাস। মনে করা হয়, কাকের ডাক খারাপ কিছু ইঙ্গিত করে। তাই বাড়িতে কাক এলে বা বারান্দায় কাক বসলে অনেকের মনেই কু ডাকে। 

Advertisement
বাড়িতে কাক এলে কী হয়, জানুন। বাড়িতে কাক এলে কী হয়, জানুন।
হাইলাইটস
  • প্রতিদিনই বাড়ির কার্নিশ কিংবা ছাদে কাকের দেখা পাওয়া যায়।
  • কাকের কা কা ডাক নাকি অশুভ ইঙ্গিত দেয় বলেই বিশ্বাস।
  • কাককে হিন্দুধর্মে কখনওই শুভ বলে মনে করা হয় না।

কাকের ডাক ছাড়া সকাল হয়েছে কিনা বোঝা যায় না। আমাদের চারপাশে সচরাচর যে সব পাখি দেখা যায়, তার মধ্যে অন্যতম কাক। প্রতিদিনই বাড়ির কার্নিশ কিংবা ছাদে কাকের দেখা পাওয়া যায়। আবার কখনও কখনও বাড়ির বারান্দা বা জানলায় কাক এসে বসে। গাছের ডালে সবসময়ই কাকের দেখা পাওয়া যায়। কখনও কাকের দলবলকে দেখা যায়, আবার কখনও কোনও একলা কাকেরও দেখা মেলে। 

কাককে হিন্দুধর্মে কখনওই শুভ বলে মনে করা হয় না। কাকের কা কা ডাক নাকি অশুভ ইঙ্গিত দেয় বলেই বিশ্বাস। মনে করা হয়, কাকের ডাক খারাপ কিছু ইঙ্গিত করে। তাই বাড়িতে কাক এলে বা বারান্দায় কাক বসলে অনেকের মনেই কু ডাকে। 

বাড়ির বারান্দা বা ছাদে কাক বসা কি সত্যিই অশুভ? কী তার তাৎপর্য রয়েছে? জেনে নেওয়া যাক...

আরও পড়ুন

জ্যোতিষ মতে, কাকের কিছু লক্ষণ আমাদের জীবনের জন্য শুভ। আবার কিছু লক্ষ্মণ শুভ বলে মনে করা হয়। 

* শনিদেবের বাহন হল কাক। শনিবার বাড়িতে কাক এলে তাকে তাড়ানো উচিত নয়। শনিবার সকালে কাককে খাবার খেতে দিলে ভাল। এতে শনিদেব তুষ্ট হন। 

* সকালে বাড়ির বারান্দায় জোরে জোরে কাক ডাকলে বাড়িতে অতিথি সমাগম হয়। 

* হিন্দুধর্মে কাককে যমরাজের দূত বলা হয়। সেই কারণে কারও মৃত্যু হলে কাক এসে পিণ্ড খেয়ে গেলে মনে করা হয় যে, বিদেহী আত্মা ওই খাবার গ্রহণ করেছে। 

* দুপুরে বাড়ির উত্তর দিকে বসে কাক ডাকলে তা শুভ বলে মনে করা হয়। পূর্ব দিকে বসলেও তা ভাল। 

* বাইরে বেরোনোর আগে যদি দেখেন, বাড়ির জানলায় বসে কাক ডাকছে, তা হলে যে কাজের জন্য বাইরে যাচ্ছেন, তা ভাল হবে। 

Advertisement

* একদল কাক এসে যদি বাড়ির বারান্দায় ডাকে, তা হলে তা শুভ নয়। কোনও খারাপ কিছু ইঙ্গিত করে। 

* বাড়ির দক্ষিণ দিকে কোথাও বসে কাক ডাকলে তা অশুভ। 

* কাককে জল খেতে দিলে তা ভাল। কাককে জল খেতে দেখলে বুঝবেন অর্থলাভ হতে পারে। 

* খাবার নিয়ে কাককে উড়ে যেতে দেখলে শুভ। 

TAGS:
Advertisement