scorecardresearch
 

Papmochani Ekadashi 2022: সোমে বিষ্ণুর পুজো করলে আরোগ্য-সন্তানপ্রাপ্তি, জানুন শুভ মুহূর্ত

পাপমোচনী একাদশীর ব্রত রাখলে একাধিক লাভ। বিষ্ণুর পুজো করলে মনের চঞ্চলতা দূর হবে। জেনে নিন পুজো বিধি ও শুভ মুহূর্ত।

Advertisement
পাপমোচনী একাদশী (Papmochani Ekadashi 2022) পাপমোচনী একাদশী (Papmochani Ekadashi 2022)
হাইলাইটস
  • সোমে পাপমোচনী একাদশী।
  • ব্রত রাখলে একাধিক লাভ
  • পাপমোচনী একাদশীর শুভ মুহূর্ত জানুন।

পাপমোচনী একাদশী (Papmochani Ekadashi 2022) অর্থাৎ যে একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। এই দিনে বিধি মেনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উদযাপিত হয় পাপমোচনী একাদশী। চলতি বছর পাপমোচনী একাদশী ২৮ মার্চ, সোমবার। ভক্তদের বিশ্বাস, এই দিনে উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করলে তাঁর কৃপা পাওয়া যায়। জেনে নিন পাপমোচনী একাদশীর পুজো বিধি ও শুভ মুহূর্ত-   


পাপমোচনী একাদশীর শুভ মুহূর্ত  (Papmochani Ekadashi 2022 Shubh Muhurat) 

সোমবার, ২৮ মার্চ, ২০২২- পাপমোচনী একাদশী।
একাদশীর শুভারম্ভ - ২৭ মার্চ, ২০২২ সন্ধ্যা ৬টা ৪ মিনিটে।
একাদশীর সমাপ্তি - ২৮ মার্চ, ২০২২ বিকাল ৪টে ১৫ মিনিটে।
পারণ সময়- ২৯ মার্চ সকাল ৬টা ২৫ মিনিট থেকে থেকে ৮টা ৫২ মিনিট। 

পাপমোচনী একাদশী ব্রতের উপকারিতা (Papmochani Ekadashi Vrat Benefits) 

- একাদশীর উপবাস নিয়মিত রাখলে মনের চঞ্চলতা দূর হয়।

- একাদশীর উপবাস রাখলে সম্পদ লাভ হয়। সুস্বাস্থ্য থাকে। পাশাপাশি শারীরিক নানা সমস্যাও সেরে যায়।

- পাপমোচনী একাদশীতে উপবাস রাখলে আরোগ্য ও সন্তানপ্রাপ্তি হয়। 

- একাদশীর উপবাস করলে যে কোনও ধরনের মানসিক সমস্যা দূর হয়। 

একাদশীর উপবাসের নিয়ম  (Papmochani Ekadashi Niyam) 

- দু'ভাবে ব্রত পালন করতে পারেন। নির্জলা অথবা ফলাহারি। 

- একমাত্র সুস্থ ব্যক্তিরাই নির্জলা ব্রত রাখুন। বাকিরা ফলাহারি ব্রত রাখতে পারেন। 

- এই উপবাসের একদিন আগে অর্থাৎ দশমী তিথিতে খাবার খান। একাদশীতে শুধুমাত্র সাত্ত্বিক আহার বাঞ্চনীয়।

- একাদশী তিথিতে সকালে ভগবান বিষ্ণুর পুজো করুন।

Advertisement

পাপমোচনী একাদশী পুজোর বিধি (Papmochani Ekadashi Puja Vidhi)

- একাদশীর দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে উপবাসের সংকল্প করুন।

- ভগবান বিষ্ণুর পুজো করুন। ধূপ, প্রদীপ, চন্দন এবং ফল ইত্যাদি নিবেদন করে আরতি করুন।

-  গরিবকে দান করলে পুণ্যার্জন হয়।

- একাদশীর দিন রাতভর জাগরণ করতে পারেন।  দ্বাদশী তিথিতে উপবাস ভাঙুন।

আরও পড়ুন- SBI গ্রাহকরা এই খবর না জানলে ATM ও ব্যাঙ্কে গেলে বিপাকে পড়বেন!

 

Advertisement