আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে উদযাপন করা হয় দশেরা (Dussehra 2021)। এই দিন বিশেষভাবে অস্ত্র পুজো করা হয়। আবার এই দশেরাকে বিজয়া দশমীও (Vijayadashami 2021) বলা হয়ে থাকে। এই দিন মা দুর্গা ও ভগবান শ্রীরামের পুজো হয়। মনে করা হয়, এই দিন কোনও কাজ করলে তার শুভ ফল অবশ্যই মেলে। একইসঙ্গে শত্রুর বিরুদ্ধে জয় পেতে এই দিন অস্ত্র পুজোও করা হয়। কিন্তু কেন অস্ত্র পুজো করা হয় এদিন?
দশেরার মাহাত্ম্য - জ্যোতিষশাস্ত্র অনুসারে দশেরা হল হিন্দুধর্মের অন্যতম প্রধান এক উৎসব। কারণ একদিকে মহিষাসুর বধ ও অন্যদিকে রাবণ বধের কাহিনী জড়িয়ে রয়েছে এই দিনের সঙ্গে। তাই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি প্রতিষ্ঠার প্রতীক হিসেবে ধরা হয় এই দিনটিকে। প্রাচীনকাল থেকেই সনাতন ধর্মে এই দিনে অস্ত্রপুজোর প্রথা চলে আসছে। একইসঙ্গে এদিন বাহনেরও পুজো করা হয়। পাশাপাশি এই দিনে কোনও কাজের সূচনাও শুভ হিসেবে ধরা হয়।
কেন শুরু হয় অস্ত্রপুজোর প্রথা? - জ্যোতিষ মতে যেহেতু এই দিন যেকোনও কিছুর সূচনাকে শুভ হিসেবে ধরা হয়, তাই প্রাচীনকালে এই দিনটির জন্য অপেক্ষা করতেন ক্ষত্রিয়রা। এই দিনেই যুদ্ধে যেতেন তাঁরা। যেহেতু এই দিনের সঙ্গে রাবণ বধ ও মহিষাসুর বধের কাহিনি জড়িত, তাই এই দিনে যুদ্ধ শুরু হলে জয় নিশ্চিত বলেই মনে করতেন ক্ষত্রিয়রা। আর যুদ্ধে যাওয়ার আগে করা হত অস্ত্রপুজো (Shastra Puja 2021)। সেই থেকেই চালু হয় অস্ত্রপুজোর রীতি।
শমী গাছের পুজো করলে মেলে শুভ ফল - এই দিন শমী গাছের পুজো করে দোকান, ব্যবসা বা অন্যকিছুর সূচনা করলে তাতে শুভ ফল পাওয়া যায়। পুরাণ মতে, লঙ্কায় যুদ্ধে যাওয়ার সময় শ্রীরামচন্দ্রও নাকি এই শমী গাছের সামনেই নতমস্তকে নিজের জয় কামনা করেছিলেন।