scorecardresearch
 

Surya Grahan 2022 : সূর্যগ্রহণে কী করবেন-কী করা যাবে না? নয়তো ঘোর বিপদ

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। আর সেই সূর্যগ্রহণ যদি বিশেষ কোনও সময়ে হয়, তাহলে তার গুরুত্ব আরও বেড়ে যায়। ২৫ অক্টোবর দুপুর ২টো ২৯ মিনিটে আইসল্যান্ডে শুরু হবে এই গ্রহণ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শেষ হবে আরব সাগরে। ভারতে গ্রহণের সময়কাল বিকেল ৪টে ২৯ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৯ মিনিট পর্যন্ত (Surya Grahan 2022 In India Sate And Time)।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • মঙ্গলে সূর্যগ্রহণ
  • জানুন সময়
  • কী করবেন-কী করবেন না?

মঙ্গলবার ২৫ অক্টোবর হতে চলেছে বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ (Surya Grahan 2022)। ১২ ঘণ্টা আগে শুরু সূর্যগ্রহণের সূতক। সূর্যগ্রহণ সর্বদা অমাবস্যা তিথিতে ঘটে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য, পৃথিবী এবং চাঁদ একই লাইনে থাকলে ঘটে গ্রহণ। এটিই হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ। ভারতের কিছু কিছু অংশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল গত ৩০ এপ্রিল।

সূর্যগ্রহণের সময়
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। আর সেই সূর্যগ্রহণ যদি বিশেষ কোনও সময়ে হয়, তাহলে তার গুরুত্ব আরও বেড়ে যায়। ২৫ অক্টোবর দুপুর ২টো ২৯ মিনিটে আইসল্যান্ডে শুরু হবে এই গ্রহণ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শেষ হবে আরব সাগরে। ভারতে গ্রহণের সময়কাল বিকেল ৪টে ২৯ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৯ মিনিট পর্যন্ত (Surya Grahan 2022 In India Sate And Time)।

সূতক সময়কাল (Surya Grahan 2022 Sutak Time)
ধর্মীয় শাস্ত্র অনুসারে, সূতক সময় শুরু হয় সূর্যগ্রহণের ১২ ঘন্টা আগে। ভারতে, এই সূর্যগ্রহণটি দেখা যাবে ২৫ অক্টোবর বিকেল ৪ টেয়। ফলে তার ১২ ঘন্টা আগে অর্থাৎ ভোর ৪টে নাগাদ শুরু হবে সূতককাল। গ্রহণের ফলে ২৫ তারিখের পরিবর্তে ২৬ তারিখ হবে গোবর্ধন পুজো। আর ২৭ তারিখ হতে চলেছে ভাইফোঁটা।

গ্রহণের সময় কী করবেন এবং কী করবেন না (surya grahan 2022 dos and don ts)
১.
সূর্যগ্রহণের সূতক সময়ে দান ও জপ ইত্যাদির বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়, পবিত্র নদী এবং হ্রদে স্নানের মন্ত্র জপ করা হয়। এই সময়ে মন্ত্র সিদ্ধিও করা হয়।

২. সূর্যগ্রহণের সময় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। যতটা সম্ভব ঈশ্বরকে স্মরণ করুন এবং মন্ত্র জপ করুন।

Advertisement

৩. গ্রহনকালে কোন শুভ ও শুভ কাজ করবেন না। এছাড়াও, এই সময়ে মন্দিরের দরজাও বন্ধ রাখুন। এক জায়গায় বসে ভগবানের নাম নিন।

৪. আপনার রাশি অনুসারে দানের জিনিস সংগ্রহ করুন এবং গ্রহনের পরে দান করুন।

৫. গর্ভবতী মহিলাদের এই সময়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। নিজেকে গৃহবন্দী করে সোজা হয়ে বসুন এবং ভগবানের নাম নিন।

 

Advertisement