বাস্তুশাস্ত্র অনুযায়ী, যে কোনও জিনিস থেকেই ইতিবাচক বা নেতিবাচক, দু'ধরনের শক্তিই পাওয়া যায়। আর সেই শক্তি মানব জীবনে ব্যাপক প্রভাব ফেলে। দেখা যায় বাস্তু দোষ থাকলে মানুষ অনেক পরিশ্রমের পরেও সফল হতে পারেন না। তবে এমন কয়েকটি বিষয় আছে, যা বাড়িতে পরিবর্তন করলে দ্রুত বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং খুলে যায় ভাগ্যের বন্ধ দরজা।
১. বাড়ির এই দিকে হওয়া উচিত মন্দির
বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বাড়িতে মন্দির তৈরির জন্য সর্বোত্তম দিক হল উত্তর-পূর্ব। বাড়ির মন্দির বাড়ির উত্তরে হওয়া সবচেয়ে ভাল। আর মন্দিরটি তৈরি করতে হবে সামান্য উঁচু জায়গায়।
২. এই দিকে রাখুন ঘড়ি
ঘড়ি সময় দেখায়। কিন্তু বাস্তু বলছে, যদি এটি সঠিক জায়গায় রাখা না করা হয়, তাহলে আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থও করতে পারে। বাস্তু মতে ঘড়ি কখনওই বাড়ির পশ্চিম ও দক্ষিণ দিকে থাকা উচিত নয়। ঘড়ি সবসময় রাখা উচিত পূর্ব বা উত্তর দিকে।
৩. তুলসী গাছ
হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বাড়ির উঠোনে তুলসী গাছ লাগানো উচিত। আর গাছটি যদি বাড়ির উত্তর-পূর্ব বা উত্তর দিকে থাকে তাহলে সবচেয়ে ভাল। এতে আর্থিক সমস্যা দূর হবে।
৪. ঘর মোছার সময় যা মনে রাখতে হবে
বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, ঘর মোছার সময় তাতে সামুদ্রিক লবণ দিন। এতে ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন - মাত্র ৮ দিনের অপেক্ষা, পুজোর আগেই হয়তো ৩ রাশির অর্থপ্রাপ্তি