scorecardresearch
 

Vastu Tips for Money : নিষ্ঠা নিয়ে করুন এই ৫ কাজ, টাকা গুনে শেষ করতে পারবেন না

জ্যোতিষশাস্ত্রে যেমন অর্থাভাব দূর করার বিধান রয়েছে, তেমনই বাস্তুশাস্ত্রেও অর্থিক লাভের অনেক উপায় দেখানো হয়েছে। আর সেগুলি অবলম্বন করলে পরিবারে আসে সুখ-সমৃদ্ধি, দূর হয়ে যায় সমস্ত সমস্যা। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • জীবনে বাস্তুর বিশেষ গুরুত্ব
  • দেয় সমস্যার সমাধান
  • রইল আর্থিক কষ্ট থেকে মুক্তির উপায়

জ্যোতিষশাস্ত্রে যেমন অর্থাভাব দূর করার বিধান রয়েছে, তেমনই বাস্তুশাস্ত্রেও অর্থিক লাভের অনেক উপায় দেখানো হয়েছে। আর সেগুলি অবলম্বন করলে পরিবারে আসে সুখ-সমৃদ্ধি, দূর হয়ে যায় সমস্ত সমস্যা। 

১. বাড়িতে অর্থের অভাব রয়েছে, বা কোনও ধরনের বিবাদে ভুগছেন? তাহলে বাড়ির উত্তর-পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখুন। তাতে দেবতাদের আশীর্বাদ তো পাবেনই, সঙ্গে অর্থিক সমস্যারও সমাধান হবে।

২. যদি বাড়িতে কোনও ধরণের নেতিবাচক শক্তির উপস্থিতি অনুভব করেন তাহলে অবশ্যই একটি তুলসী গাছ লাগান। হিন্দু ধর্ম অনুসারে, তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং এটি ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। যার জেরে ঘরে অর্থের আগমনও হয়।

৩. বৃহস্পতিকে গ্রহদের গুরু বলে মনে করা হয়। কথিত আছে যাঁদের বৃহস্পতি শক্তিশালী, তাঁরা প্রচুর সুখ ও সমৃদ্ধি লাভ করেন। যদি আপনার বৃহস্পতি দুর্বল হয়, তাহলে সেটিকে মজবুত করার চেষ্টা করুন।

৪. অকারণে কল বা ট্যাঙ্ক থেকে জল পড়া বাস্তুশাস্ত্রে শুভ বলে বিবেচিত হয় না। মনে করা হয়, এমনটা হলে বাড়ির সমৃদ্ধি থমকে যায়। তাই বাড়িতেও যদি এমন কোনও সমস্যা থাকে, তাহলে অবিলম্বে তার সমাধান করুন।

৫. ঘরে কাঁটাযুক্ত উদ্ভিদের জন্মানো খুবই অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। যদি বাড়িতে এই ধরনের গাছপালা জন্মায়, তাহলে অবিলম্বে সেগুলিকে উপড়ে ফেলুন এবং এমন গাছ লাগান যা বাড়িতে ইতিবাচক শক্তিকে নিয়ে আসে। 

৬. যেকোনও বাড়িতে পুজোর স্থান খুবই গুরুত্বপূর্ণ, তাই বাড়ির পুজোর স্থানটি খুব ভেবেচিন্তে নির্ধারণ করা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে পুজোর স্থান সবসময় উত্তর-পূর্ব দিকে রাখা উচিত। তাতে ঘরে সমৃদ্ধি আসে।

আরও পড়ুনকোন স্বপ্নগুলি ইঙ্গিত দেয়, হাতে প্রচুর টাকা আসছে...

Advertisement


 

Advertisement