scorecardresearch
 

Vastu Tips For Trees In Home : বাড়ির এইখানে লাগান তুলসী গাছ, দরজার কড়া নাড়বে সাফল্য

ছোট, তুলসী, গাঁদা, লিলি, কলা, সবুজ ধূপ, আমলকী, পুদিনা, হলুদ ইত্যাদি বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগাতে হবে। বাড়ির উত্তর-পূর্ব বা পূর্ব দিকে ছোট চারা রোপণ করলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল থাকে এবং সামাজিক সম্পর্কও মজবুত থাকে। তুলসী গাছ চারপাশের নেতিবাচক শক্তি দূর করে। তাই তুলসী গাছ লাগাতে হবে বাড়ির মাঝখানে। আর একান্তই যদি বাড়ির মাঝখানে লাগানো সম্ভব না হয়, তাহলে উত্তর দিকে লাগান।

Advertisement
তুলসী গাছ তুলসী গাছ
হাইলাইটস
  • বাস্তুতে গাছের অনেক গুরুত্ব
  • কোথায় লাগাবেন কোন গাছ
  • জেনে নিন এই প্রতিবেদনে

গাছ আমাদের জীবনে ইতিবাচক শক্তি যোগায়। গাছও বাস্তু দোষও দূর করতে পারে। আবার গাছ-গাছালি সঠিক দিকে না থাকলে শারীরিক, অর্থনৈতিক, মানসিক সমস্যাও সৃষ্টি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই গাছ-গাছালি সংক্রান্ত কিছু কথা। গাছ সঠিক দিকে লাগানো হয় তাহলে পরিবারে তার খুবই ইতিবাচক প্রভাব পড়ে। আবার যদি এই গাছ ভুল দিকে রোপণ করা হয় তাহলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গল।

ছোট, তুলসী, গাঁদা, লিলি, কলা, সবুজ ধূপ, আমলকী, পুদিনা, হলুদ ইত্যাদি বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগাতে হবে। বাড়ির উত্তর-পূর্ব বা পূর্ব দিকে ছোট চারা রোপণ করলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল থাকে এবং সামাজিক সম্পর্কও মজবুত থাকে। তুলসী গাছ চারপাশের নেতিবাচক শক্তি দূর করে। তাই তুলসী গাছ লাগাতে হবে বাড়ির মাঝখানে। আর একান্তই যদি বাড়ির মাঝখানে লাগানো সম্ভব না হয়, তাহলে উত্তর দিকে লাগান।

এছাড়া নীল ফুলের গাছ লাগান বাড়ির উত্তর দিকে। নীল রঙ জীবনে সমৃদ্ধি আনে। অন্যদিকে বড় গাছ যেমন, নারকেল, নিম, অশোক ইত্যাদি লাগান বাড়ির দক্ষিণ, পশ্চিম দিক বা দক্ষিণ-পশ্চিম দিকে। 

তবে মনে রাখবেন বাড়ির পশ্চিম দিকে ভুল করেও কাঁটাযুক্ত গাছ লাগাবেন না। আবার লাল ফুলের গাছ বাড়ির দক্ষিণে লাগান। এই গাছ জীবনে শক্তি এবং উৎসাহ উদ্দিপনা নিয়ে আসে। ডালিম গাছ বাড়ির ভিতরে না লাগিয়ে বাইরে লাগান।

এছাড়া বাড়ির পশ্চিম কোণে বেল গাছ লাগান খুব শুভ বলে মনে করা হয়। এটি বাড়ির ভিতরে লাগানো উচিত। এতে নেতিবাচক শক্তি দূর হয় ও পরিবারে সফলতা আসে। আবার জুঁইয়ের মতো সাদা ফুলগাছের চারা পশ্চিমে লাগালে লাভের পরিবারের শিশুদের সৃজনশীল শক্তি বৃদ্ধি পায়।

Advertisement

আরও পড়ুনবিষ্ণুপুরে TMCP-র পতাকা তুললেন কলেজের অধ্যক্ষা, শুরু জোর বিতর্ক

 

Advertisement