scorecardresearch
 
Advertisement

Barasat Amanati Masjid: সম্প্রীতির অনন্য নজির, মসজিদের দায়িত্বে বসু পরিবার

Barasat Amanati Masjid: সম্প্রীতির অনন্য নজির, মসজিদের দায়িত্বে বসু পরিবার

বারাসত আমানত মসজিদ। আর পাঁচটা মসজিদের মতই, তবে এর পেছনে থাকা গল্পটা হয়তো অনেকেরই অজানা। এই মসজিদ বসু পরিবারের মসজিদ নামেও পরিচিত। প্রায় ৩০০ বছরের পুরনো বারাসতের নবপল্লী এলাকার এই মসজিদ ৬ দশক ধরে দেখাশোনা করে চলেছেন এক হিন্দু পরিবার অর্থাৎ বসু পরিবারের সদস্যরা। তাই এই মসজিদ পরিচিতি পেয়েছে বোস বাড়ির মসজিদ নামেও। ১৯৬০ সালে বিনিময় প্রথার মাধ্যমে এই মসজিদ পান বসু পরিবার। পূর্বপুরুষদের নির্দেশ ও রীতিনীতি মেনে আজও তাঁরা এই মসজিদের দেখভাল করে চলেছেন। কবি নজরুলের সেই কবিতা “মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু-মুসলমান” আজ যেন সার্থক। সত্যিই সম্প্রীতির এক অনন্য নজির এই মসজিদ।

Barasat Amanati Masjid is an example of the Communal harmony

Advertisement