scorecardresearch
 
Advertisement

VIDEO: শেষ হল চড়ক, শান্তিপুরে মেলা দেখতে ভিড় মানুষের

VIDEO: শেষ হল চড়ক, শান্তিপুরে মেলা দেখতে ভিড় মানুষের

আজ চড়ক। গ্রাম বাংলার প্রধান মহোৎসব শেষ হলো আজ। বাঙালি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ লোক উৎসব হলো চরক । চৈত্র মাসের শেষ দিনে এই উৎসব অনুষ্ঠিত হয়। কবে বা কোন সময় কাল থেকে এই চরকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে ছিল তার ধারণা পাওয়া না গেলেও জনশ্রুতি অনুযায়ী বলা যায় ১৪৪৫ সালে সুন্দরা নন্দ নামে এক রাজা এই পুজোর প্রচলন করেছিলেন। তবে রাজ পরিবারের লোকজন এই পুজোর সূচনা করলেও চরক কখনও রাজ রাজাদের পুজো ছিলো না, এটি হিন্দু সমাজের একটি বিশেষ লোক সংস্কৃতি, আর সেই কারণেই এই পুজোর পুরোহিতের প্রয়োজন পড়ে না । এই চড়ক পুজো কে নীল পুজো বলেও অভিহিত করা হয়ে থাকে । একটি পাত্রে শিবের প্রতীক শিব রাখা হয় । যেটা পূজারীদের কাছে বুড়ো শিব বলে পরিচিত। এই চরক অনুষ্ঠানের বিশেষ অঙ্গ হলো জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, কাঁটা ও ছুরির ওপর দিয়ে লাফানো, শিবের বিয়ে, অগ্নি নৃত্য ও হাজরা পুজো করা।

Advertisement