scorecardresearch
 
Advertisement

VIDEO: আসতেন হেস্টিংসও, সাউথ গড়িয়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো ৩৫৬ বছর পুরনো

VIDEO: আসতেন হেস্টিংসও, সাউথ গড়িয়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো ৩৫৬ বছর পুরনো

লর্ড ওয়ারেণ হেস্টিং একসময় সস্ত্রীক আসতেন সাউথ গড়িয়ার এই জমিদার বাড়ির দুর্গাপুজোয়। দক্ষিন ২৪ পরগনার অন্যতম বনেদি বাড়ির পুজো হিসেবে খ্যাত সাউথ গড়িয়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো। ব্রিটিশদের বহু সাহেবরা দুর্গা পুজো দেখতে আসতেন এই জমিদার বাড়িতে। এছাড়াও অনেক মনিষীদের পদধূলি পড়েছে এই বাড়ির দুর্গাপুজোতে। এই জমিদারির সূচনা করেছিলেন জমিদার রাজকিশোর বন্দ্যোপাধ্যায়। তিনি ব্রিটিশদের খাজাঞ্চি ছিলেন। ৩৫৬ বছর আগে ১৬৬৫ সালে এখানে শুরু হয়েছিল দেবী দুর্গার আবাহন। ১৮৭৫ সাল নাগাদ যদুনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই পুজোর জৌলুশ বাড়তে থাকে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাত ধরে বন্দ্যোপাধ্যায় পরিবারের জমিদারির দায়িত্ব বদল হলেও এই পরিবারের পুজোর নিয়ম, রীতিনীতিতে কোনটাই পরিবর্তন হয়নি। এখনও পঞ্চমীতেই মায়ের বোধন হয়। ষষ্ঠীতে বেলতলায় মায়ের অধিবাস ও সপ্তমীতে নবপত্রিকার স্নান দিয়ে শুরু হয় পুজো। সপ্তমী থেকে নবমী পর্যন্ত মণ্ডপ প্রাঙ্গন থেকে ভোগ বিতরণ ও দরিদ্র নারায়ণ সেবা হয় আজও। অষ্টমীতে হয় কুমারি পুজোর পাশাপাশি দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ হয়। দশমীতে প্রথমে এই জমিদার বাড়ির ঠাকুর বিসর্জন হলে তারপর আশপাশের অন্যান্য ঠাকুর বিসর্জনের রীতি আজও রয়েছে। শূন্যে বন্দুক দেগে, নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় বিসর্জনের সময়। জৌলুষ কমলেও এখনও পর্যন্ত আভিজাত্যতে এই বনেদি বাড়ির পুজো শ্রেষ্ঠত্বের দাবি রাখে।

Lord Warren Hastings visited Bandopadhyay Zamindar Bari Durga Puja of Baruipur earlier

Advertisement