scorecardresearch
 
Advertisement

VIDEO: অস্ত্রশস্ত্র হাতেই এই উৎসবে মেতে উঠে বীরভূম

VIDEO: অস্ত্রশস্ত্র হাতেই এই উৎসবে মেতে উঠে বীরভূম

দুর্গাপুজোয় আলাদা ঐতিহ্য বহন করে ব্যতিক্রমী 'জয়তারা' উৎসব। মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে বলিদানের পর অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে জয়ের আনন্দে মেতে উঠাকে কেন্দ্র করে ব্যতিক্রমী এক উৎসব রয়েছে বীরভূমের দুবরাজপুরে। ব্যতিক্রমী এই উৎসবের নামই হলো 'জয়তারা' উৎসব। এই উৎসবকে ব্যতিক্রমী এই কারণেই বলা হয়ে থাকে, কারণ রাজ্যের অন্য কোথাও এমন উৎসবের প্রচলন আছে কিনা তা কারোর জানা নেই। এই উৎসবের উৎপত্তি সম্পর্কে কথিত আছে, অসুর বধের পর দেবতারা নিজেদের জয়ে জয়োল্লাস শুরু করেন। সেই সময় তারা হাতে অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিলেন এই জয়োল্লাস করার জন্য। সেই ঘটনারই প্রতীক হিসাবে বীরভূমের দুবরাজপুর শহরের প্রতিবছর এমন জয়তারা উৎসব পালন করতে দেখা যায়।

Joy Tara Utsav is being celebrated in Birbhum

Advertisement