scorecardresearch
 
Advertisement

VIDEO: সন্ধেবেলা পুজো শুরু, ভোরে বিসর্জন; জানুন আরামবাগের কালীপুজোর ইতিহাস

VIDEO: সন্ধেবেলা পুজো শুরু, ভোরে বিসর্জন; জানুন আরামবাগের কালীপুজোর ইতিহাস

আজ থেকে আনুমানিক ৩০০ বছর আগে হুগলির আরামবাগে একটি বৈদ্য পরিবারের এক মহিলা লাল পাড় সাদা শাড়ি আর আলতা পারে রোজ আরতি করে যেতেন মা কালীর। কিন্তু হঠাৎই একদিন আরতি করতে গিয়ে আর ফিরে আসেনি তিনি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পরে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। মা কালীর মুখে রক্তমাখা লাল পাড়ে শড়ীর আঁচলের খুট খানিকটা দেখা যাচ্ছে। তা দেখে পরিবারের লোকজন স্তম্ভিত হয়ে যায়। অনুমান করেন যে ওঐ মহিলাকে মা কালী ভক্ষণ করেছেন। তারপর থেকেই এই বৈদ্য বাড়িতেই মা কালীর ধুমধাম করে নিষ্ঠার সাথে প্রাচীন রীতি মেনে পূজা শুরু হয়। প্রাচীনকাল থেকেই মানুষের কাছে খুবই জাগ্রত এই বৈদ্য বাড়ির মা কালী। পুরোহিতকে এক আসনেই সম্পন্ন করতে হয় মায়ের পুজো অর্থাৎ সন্ধ্যাবেলায় পুজো শুরু হয় আর নিশিভোরে পুজো শেষ করে সূর্য ওঠার আগেই মা কালীর বিসর্জন হয়ে যায়। আরামবাগের বহু প্রাচীনতম কালী পূজার মধ্যে অন্যতম হলো গোঘাটের কামারপুকুরে এই বৈদ্যবাড়ির কালীপুজো। এই বাড়িতে কালী পূজিত হয় মা চামুন্ডা রূপে। ৫ পুরুষ ধরে নিষ্ঠার সাথে একই রীতিনীতি মেনে আজও মা কালীর পূজো হয় এখানে। এবং এই পূজাতে ছাগ বলির ও প্রচলন রয়েছে। কথিত আছে এই ছাগ বলির সময় মা কালীর কোমরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে হয়, তা না হলে বলি শুরু হওয়ার পরেই মা মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে আসতে পারেন। 

300 years old Arambagh Baiddipara Kali Puja

Advertisement