scorecardresearch
 
Advertisement

PUJA PARIKRAMA VIDEO: কালীঘাট ৬৬ পল্লির থিম ‘মায়ের হাতেই মায়ের আবাহন’

PUJA PARIKRAMA VIDEO: কালীঘাট ৬৬ পল্লির থিম ‘মায়ের হাতেই মায়ের আবাহন’

আজতক বাংলার মহাপঞ্চমীর ভার্চুয়াল পুজো পরিক্রমায় এক এক করে শহর কলকাতার বড় বড় সব পুজো প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আর ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা হাজির হয়েছি দক্ষিণ কলকাতার ‘কালীঘাট ৬৬ পল্লী’এর পুজো প্যান্ডেলে। এখানকার এবারের পুজোর থিম ‘মায়ের হাতেই মায়ের আবাহন’। পাশাপাশি এই পুজো এবার এক পৃথক দৃষ্টান্ত সৃষ্টি করেছে শহর কলকাতা তথা সারা বাংলায়। কারণ এখানকার এই পুজোতে এবার পৌরোহিত্য করছেন চার মহিলা পুরোহিত। পাশাপাশি মন্ডপ কে তৈরি করেছেন এক মহিলা শিল্পী। এছাড়াও রয়েছেন মহিলা ঢাকি। পাশাপাশি মণ্ডপসজ্জাতেও ব্যবহার করা হয়েছে অভিনব সব জিনিসপত্র। পুজোয় ব্যবহৃত সমস্ত রকম মঙ্গল সামগ্রী দিয়েই সাজানো হয়েছে এই মন্ডপ। চলুন ঘুরে দেখি মণ্ডপসজ্জা।

Kalighat 66 Pally Durga Puja parikrama 2021

Advertisement