scorecardresearch
 
Advertisement

PUJA PARIKRAMA VIDEO: বন্ধ হয়ে যাওয়া পুজোর দায় নিয়েছেন এলাকার মুসলিম যুবকেরা

PUJA PARIKRAMA VIDEO: বন্ধ হয়ে যাওয়া পুজোর দায় নিয়েছেন এলাকার মুসলিম যুবকেরা

আজতক বাংলার মহাষষ্ঠীর পুজো পরিক্রমায় সারাদিন একের পর এক বড় বড় থিম এবং সাবেকি পুজো আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। তবে এবার এমন এক পুজো মণ্ডপ আপনাদের দেখাব আমরা যাতে প্যান্ডেলের না আছে থিমের বাহার, না আছে প্রতিমায় বিশেষ কিছু আকর্ষণ। শহর কলকাতার এক প্রান্তের এক বস্তি এলাকায় কাপড়ের মণ্ডপের নীচে দেবী দুর্গার ছোট্ এক মূর্তি বসিয়ে হচ্ছে পুজো। তবে এই পুজোকে নিয়ে বলার অনেক কিছুই আছে। কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটের শিশুপাল ফাউন্ডেশনের দুর্গাপুজো আজ থেকে ৬০ বছর আগে শুরু হলেও ১৫ বছর আগে ওই এলাকায় বসবাসকারী হিন্দু পরিবারের লোকজনেরা ওখান থেকে চলে যান। ফলে বন্ধ হয়ে যায় পুজোতে। দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর ফের এ বছর শুরু হল এই পুজো। বর্তমানে ওই এলাকায় বসবাসকারী হিন্দু পরিবারের সংখ্যা মাত্র ৩। এবার তাঁদের এবং স্থানীয় বেশ কয়েকজন মুসলিম যুবকের প্রচেষ্টা ও সাহায্যে ফের শুরু হল এই পুজো। পুজোর সম্পূর্ণ দায়ভার কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় কয়েকজন মুসলিম যুবক। তাই কাপড়ের প্যান্ডেল একচালা ছোট ঠাকুর হলেও এই পুজো নজির গড়েছে শহর কলকাতায়। দেখে নিন, কেমন ভাবে হচ্ছে সেই পুজো এবং জেনে নিন এই পুজোর ইতিহাস।

Durga Puja 2021 By Muslim youths at Alimuddin street kolkata

Advertisement