scorecardresearch
 
Advertisement

VIDEO: ১৭৫ বছর পার পাহাড়ে ঘেরা শিবখোলা শিবমন্দির

VIDEO: ১৭৫ বছর পার পাহাড়ে ঘেরা শিবখোলা শিবমন্দির

শিলিগুড়ি অদূরে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে শ্রাবণের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের ঢল। শিলিগুড়ি থেকে ২৬ কিলোমিটার দূরে প্রকৃতির কোলে পাহাড়ে ঘেরা শিবখোলা শিবের মন্দিরেও ভক্তদের আনাগোনা চোখে পড়ছে। তিনটি নদীর মিলন স্থলে শিবখোলার এই প্রাচীন শিব মন্দির অবস্থিত। মন্দিরের পুরোহিতের কথা অনুযায়ী প্রায় ১৭৫ বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরে দেশের বিভিন্ন রাজ্য থেকে লোক এসে থাকেন। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র নেপাল থেকেও অনেকেই এই মন্দিরে আসেন। এই মন্দিরটি বহু প্রাচীন হওয়ার কারণে মানুষের এই মন্দিরের প্রতি আস্থা প্রবল। দূর দূর থেকে মানুষ পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Advertisement