scorecardresearch
 
Advertisement

VIDEO: আসছেন মা লক্ষ্মী, সেজে উঠছে বাজেপ্রতাপপুর

VIDEO: আসছেন মা লক্ষ্মী, সেজে উঠছে বাজেপ্রতাপপুর

উৎসব প্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ। কোনও উৎসবকেই ছোট করে দেখতে নারাজ তাঁরা। আর তারই প্রমাণ মিলল বর্ধমান শহরের এক লক্ষ্মীপুজোয়। দুর্গাপুজোর মত লক্ষ্মীপুজোতে ও দেখা গেল থিমের বাহার।সারা বছর এই এলাকার মানুষ লক্ষ্মীপুজোর অপেক্ষায় দিন গোনেন। মা দুর্গা কৈলাসে ফিরলেই সাজো সাজো রব পড়ে যায় এখানে। ধান চাল গ্রাম বাংলায় লক্ষ্মীস্বরূপ। সেই ধান থেকে মুড়ি ভেজে বাজারজাত করেই 'লক্ষ্মী' (অর্থ) আসে ঘরে, সংসার চলে। তাই কোজাগরী পূর্ণিমায় সেই মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হয় পূর্ব বর্ধমান জেলার বাজেপ্রতাপপুরের তা বাজার এলাকায় মুড়ি ব্যবসার সাথে যুক্ত প্রায় ২৭ টি পরিবার। বিগত ৪৭ বছর ধরে চলে আসছে এই প্রথা। এবারের তাঁদের থিম নারায়ণের মধুকৈটপ বধ। যদিও করোনার কারণে এবার লক্ষ্মীর ভাণ্ডারে একটু ভাটা পড়েছে। যদিও তাতে উৎসাহে অবশ্য খামতি নেই তাঁদের।

Puffed rice traders of of East Burdwan Ta para arranging theme laxmi puja 2021

Advertisement