scorecardresearch
 
Advertisement

Radha Raman Prakat Utsav 2024: বৃন্দাবনে মহাসমারহে পালিত রাধা রমন জি প্রকাশ উৎসব, দেখুন VIDEO

Radha Raman Prakat Utsav 2024: বৃন্দাবনে মহাসমারহে পালিত রাধা রমন জি প্রকাশ উৎসব, দেখুন VIDEO

রাধা রমন প্রকাশ উৎসব। শ্রী রমন লাল জি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে উদ্ভাসিত হয়েছিলেন। তাই এই বছরটি তাঁর প্রকাত্য দিবস হিসাবে পালন করা হয়। এই বছর, ২৩ মে ২০২৪-এ ভক্তদের দ্বারা শ্রী রাধা রমন লাল প্রকাট উৎসব উদযাপিত হচ্ছে। শ্রী রাধা রমন লাল, ব্রজবাসীদের কাছে রাধা রমন লাল জু নামে পরিচিত, রাধা রানী এবং ভগবান কৃষ্ণের মিলিত রূপ৷ তিনি ষোড়শ শতাব্দীতে শ্রীল গোপাল ভট্ট স্বামী মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন।

Advertisement